উইমেন’স ক্লাব বিশ্বকাপ
১৬ দলের টুর্নামেন্টটি হবে চার বছর পরপর।
Published : 15 May 2024, 05:13 PM
নারী ক্লাব ফুটবল বিশ্বকাপের প্রথম আসর হবে ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ১৬ দলের টুর্নামেন্টটি হবে চার বছর পরপর।
মেয়েদের ক্লাব বিশ্বকাপের পরিকল্পনার কথা ২০২১ সালের মে মাসে জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্যাংককে ৭৪তম ফিফা কংগ্রেসে বুধবার টুর্নামেন্টটি শুরুর সময় জানানো হয়। বিস্তারিত কিছু অবশ্য জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, নতুন এই টুর্নামেন্টে উয়েফা উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের দলগুলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন’স সকার লিগের দলগুলোর পাশাপাশি মেয়েদের খেলা কম বিকশিত হওয়া দেশগুলোর দলের মুখোমুখি হবে।
বড় পরিসরে ৩২ দল নিয়ে ছেলেদের ক্লাব বিশ্বকাপের প্রথম আসর ২০২৫ সালের জুন-জুলাইয়ে হওয়ার কথা আগেই জানিয়েছে ফিফা।
খেলোয়াড় ও কোচদের বিশ্রাম ও রিকভারির জন্য আরও বেশি সুযোগ দিতে মেয়েদের আন্তর্জাতিক ফুটবলের জন্য নতুন একটি ক্যালেন্ডারও অনুমোদন করেছে ফিফা।