স্প্যানিশ ফুটবল
১৭ বছর বয়সে যে পারফরম্যান্স দেখাচ্ছেন বার্সেলোনার এই তরুণ সেনসেশন, তাতে বিস্মিত রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার।
Published : 04 Oct 2024, 07:02 PM
ক্যারিয়ারের শুরুতেই যেভাবে আলো ছড়িয়ে চলেছেন লামিনে ইয়ামাল, তাতে মন্ত্রমুগ্ধ ফুটবল বিশ্ব। প্রশংসা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। এবার বার্সেলোনার তরুণ সেনসেশনকে স্তুতির জোয়ারে ভাসিয়েছেন আন্টোনিও রুডিগার। রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, ১৭ বছর বয়সে যে পারফরম্যান্সে দেখাচ্ছে ইয়ামাল তা বেশ ভীতিকর।
ছোট্ট ক্যারিয়ারে রেকর্ডের অনেক পাতায় উঠে গেছে ইয়ামালের নাম। বার্সেলোনার মূল দলের হয়ে মাঠে নামা সর্বকনিষ্ঠ (১৫ বছর ২৯০ দিন) ফুটবলার তিনি। লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তিও তার (১৬ বছর ৮৭ দিন); গত অক্টোবরে গ্রানাদার বিপক্ষে।
ক্লাব ফুটবল দিয়ে নজরকাড়া ইয়ামাল নিজের সেরা পারফরম্যান্স উপহার ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরার প্রতিযোগিতায় মাঠে নামার রেকর্ড গড়ার পর স্পেনের চতুর্থবার ইউরোর মুকুট জেতায় রাখেন বড় অবদান। এক গোল আর চার অ্যাসিস্টে জেতেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
ইউরোতে ইয়ামালের বিপক্ষে খেলেন জার্মান ডিফেন্ডার রুডিগার। কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে হেরে বিদায় নেয় তার দল। দানি ওলমোর করা স্পেনের প্রথম গোলের স্থপতি ছিলেন ইয়ামাল।
দা ইনসাইড স্কুপ পডকাস্টে সম্প্রতি আলোচনার সময় ইয়ামাল প্রসঙ্গ উঠলে রুডিগার বলেন, দুর্দান্ত একজন ফুটবলার পেয়েছে বার্সেলোনার। সঙ্গে এই তরুণের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যও কামনা করেন তিনি।
“যেখান কৃতিত্ব প্রাপ্য, সেখানে আপনাকে কৃতিত্ব দিতেই হবে। তার বয়স ১৭, এটা অবিশ্বাস্য। ১৭ বছর বয়সে সে বার্সেলোনার জন্য যা করছে, তা বেশ ভীতিকর। ইউরোতে সে যা করেছে, তাকে কুর্নিশ জানাতেই হবে। তার সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।”
“আমি মনে করি, বার্সা এমন একজন খেলোয়াড় পেয়েছে, যার বড় ক্যারিয়ারের সম্ভাবনা রয়েছে। আশা করি, সে সুস্থ থাকবে।”
ইয়ামালের সঙ্গে শিগগিরই আরও একবার দেখা হবে রুডিগারের। আগামী ২৬ অক্টোবর লা লিগায় লড়বে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ইয়ামাল। এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫ গোল করার পাশাপাশি পাঁচটি করেছেন অ্যাসিস্ট।