ইংলিশ ফুটবল
প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৬৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
Published : 18 Feb 2025, 02:03 AM
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাইলস লুইস-স্কেলির লাল কার্ডের ঘটনার পর খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় শাস্তি পেয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৬৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
গত ২৫ জানুয়ারি প্রিমিয়ার লিগে ১-০ গোলে জয়ের ওই ম্যাচে দলের খেলোয়াড়দের ‘অনুপযুক্ত আচরণ না করার’ বিষয় নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় আর্সেনালকে অভিযুক্ত করেছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
একটি স্বাধীন কমিশন আর্সেনালকে জরিমানা করেছে বলে সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে এফএ। ক্লাবটি পরবর্তীতে অভিযোগ স্বীকার করে নিয়েছে বলেও জানানো হয়েছে।
ম্যাচের ৪৩তম মিনিটে উলভারহ্যাম্পটনের এক ডিফেন্ডারকে ফাউল করায় লুইস-স্কেলিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। ওই সময় তাকে ঘিরে ধরেন আর্সেনালের খেলোয়াড়রা।
ভিএআরেও বহাল রাখা হয় অলিভারের সিদ্ধান্ত। তবে পরবর্তীতে লাল কার্ডের বিরুদ্ধে আর্সেনাল আপিল করার পর ১৮ বছর বয়সী লুইস-স্কেলির তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করা হয়।
এই মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি চারটি লাল কার্ড দেখেছে আর্সেনালের খেলোয়াড়রা। লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে মিকেল আর্তেতার দল।