আন্তর্জাতিক ফুটবল
দুই থেকে তিন সপ্তাহ বাইরে থাকতে হবে ইয়ামালকে, তার চেয়ে কম সময় বাইরে থাকবেন লেভানদোভস্কি।
Published : 11 Nov 2024, 07:44 PM
লামিনে ইয়ামালের পর চোটে পড়েছেন বার্সেলোনার আক্রমণভাগের আরেক তারকা রবের্ত লেভানদোভস্কিও। এই মাসে উয়েফা নেশন্স লিগে নিজ নিজ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না তারা।
লা লিগায় রোববার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে হারের ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ডান অ্যাঙ্কেলে চোট পান তরুণ এই স্প্যানিশ উইঙ্গার।
বার্সেলোনা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই থেকে তিন সপ্তাহ বাইরে থাকতে হবে ইয়ামালকে। নেশন্স লিগে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে তাকে পাবে না ২০২৪ ইউরো জয়ী স্পেন।
এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কি পিঠে চোট পেয়েছেন সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে। তাকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছে বার্সেলোনা। নেশন্স লিগে পোল্যান্ডের হয়ে পর্তুগাল ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না অভিজ্ঞ এই স্ট্রাইকার।
ইয়ামালের বদলি হিসেবে জিরোনার অ্যাটাকিং মিডফিল্ডার ব্রায়ান গিলকে দলে নেওয়ার কথা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ২৩ নভেম্বর লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে বার্সেলোনা।