ফেডারেশন কাপের পর মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-২ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে।
Published : 02 Apr 2013, 04:52 PM
নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত ছিল খেলা।
ফেডারেশন কাপের ফাইনালেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র।
গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ৪৭ মিনিটে জাহিদ হোসেনের পাস এমিলির পা ঘুরে মিঠুন চৌধুরীর কাছে এলে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।
তবে ৬ মিনিট পরই সমতা ফিরিয়ে আনে শেখ জামাল। বক্সের মধ্যে নাইজেরীয় মিডফিল্ডার চিবুকে ইবেজির শট শেখ রাসেলের ঘানার ডিফেন্ডার আব্বাস ইউনুসার হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার।
৭৬ মিনিটে এগিয়েও যায় শেখ জামাল। বদলি খেলোয়াড় রায়হান হাসানের থ্রো থেকে অরুপ বৈদ্যর হেড ইউনুসার বুকে লেগে জড়িয়ে যায় জালে (২-১)।
এগিয়ে থাকার আনন্দ অবশ্য দুই মিনিটের বেশি উপভোগ করতে পারেনি পেশাদার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। ৭৮ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলামের পাস ধরে, দুজন ডিফেন্ডারকে কাটিয়ে আড়াআড়ি শটে সমতা নিয়ে আসেন হাইতির স্ট্রাইকার সনি নর্দে (২-২)।
নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ২২ মিনিটে শেখ রাসেলের জয়সূচক গোল করেন জাহিদ হাসান এমিলি। মামুনুলের ফ্রিকিক থেকে এমিলির দুর্দান্ত হেড জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে শেখ রাসেল (৩-২)।
এই গোলের জন্য এমিলিই ফাইনালের সেরা খেলোয়াড়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার সতীর্থ নর্দের হাতে।
টানা দ্বিতীয় শিরোপা হাতে পেয়ে উচ্ছ্বসিত শেখ রাসেলের কোচ মারুফুল হক। খেলা শেষে তিনি বলেন, “ছেলেরা অসাধারণ খেলেছে। এই জয় আমাদেরই প্রাপ্য। সবার মিলিত প্রচেষ্টার ফসল এই শিরোপা। শেখ জামালও ভালো খেলেছে। জয়ের জন্য আমাদের তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।”
“ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াতে পারে ভেবে আমরা আগে থেকেই কঠোর অনুশীলন করেছিলাম। ফাইনালে তা ভালোই কাজে দিয়েছে,” যোগ করেন মারুফ।