যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল

মেজর লিগ সকারের ক্লাব নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন থেকে ‘দীর্ঘমেয়াদি চুক্তিতে’ গোলরক্ষক ম্যাট টার্নারকে দলে টেনেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 03:40 PM
Updated : 27 June 2022, 03:40 PM

নিজেদের ওয়েবসাইটে সোমবার বিষয়টি জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি।

সংবাদমাধ্যমের খবর, টার্নারকে দলে টানতে প্রায় ৭০ লাখ ইউএস ডলার খরচ হয়েছে আর্সেনালের। বোনাসসহ অঙ্কটা বাড়তে পারে। ২৮ বছর বয়সী এই গোলরক্ষককে ভবিষ্যতে আর্সেনাল বিক্রি করলে সেখান থেকেও একটা অংশ পাবে নিউ ইংল্যান্ড।

যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে টার্নার যোগ দিয়েছিলেন ২০১৬ সালে। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে তিনি ম্যাচ খেলেছেন ১১১টি।

যুক্তরাষ্ট্র দলে টার্নারের অভিষেক হয়েছিল গত বছর, ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে প্রীতি ম্যাচে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি ১৮টি ম্যাচ খেলেছেন।

ফরোয়ার্ড মার্কিনিয়োস ও মিডফিল্ডার ফাবিও ভিয়েরার পর চলতি গ্রীষ্মের দলবদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে আর্সেনালে যোগ দিলেন টার্নার।

২০২১-২২ মৌসুমে পঞ্চম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে আর্সেনাল। নতুন মৌসুমে প্রথম দিনেই মাঠে নামবে তারা। আগামী ৫ অগাস্ট তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।