সিটিতেই থাকবেন সিলভা, আশায় গুয়ার্দিওলা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 10:04 PM BdST Updated: 20 Jun 2022 10:21 PM BdST
এই গ্রীষ্মেই বের্নার্দো সিলভার ম্যানচেস্টার সিটি ছাড়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরে। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য পর্তুগিজ মিডফিল্ডারকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী। একইসঙ্গে অবশ্য কোচ আবারও বললেন, কোনো খেলোয়াড়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে দলে চান না তিনি।
২০২১-২২ মৌসুমে সিটির প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল সিলভার। তার সঙ্গে ম্যানচেস্টারের ক্লাবটির চুক্তি রয়েছে আরও তিন বছর। সংবাদমাধ্যমের খবর, এর আগেই তাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা।
চলতি মাসে নেশন্স লিগ খেলার সময় দলবদল প্রসঙ্গে জানতে চাইলে সিলভা বলেছিলেন, মৌসুম শেষে তিনি বিষয়টি ভেবে দেখবেন।
গুয়ার্দিওলার বিশ্বাস, সিটিতেই থেকে যাবেন সিলভা। আগামী ২৪ অগাস্ট একটি চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে সিটি ও বার্সেলোনা।
সোমবার দুই ক্লাবের যৌথ আয়োজনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তাও। সেখানেই গুয়ার্দিওলা সিলভাকে ধরে রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন।
“আমি মনে করি, বের্নার্দো সিলভা আমাদের সঙ্গেই থাকবে। এই মুহূর্তে এটাই আমার ভাবনা।”
“আমরা জানি না ট্রান্সফার উইন্ডোতে কী হবে। আমরা সবসময় বলি, আমরা এমন খেলোয়াড়দের দলে চাই যারা আমাদের ক্লাবে থাকতে চায়। তবে আমরা বের্নার্দোকে চাই এবং পরবর্তী মৌসুমের জন্য তাকে বিবেচনায় রেখেছি।”
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ