টাইব্রেকারে জিতে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

ঠিক এমন কিছুর জন‍্যই ম‍্যাচের অন্তিম সময়ে তাকে নামিয়েছিলেন গ্রাহাম আর্নল্ড। কোচকে হতাশ করেননি বদলি গোলরক্ষক অ‍্যান্ড্রু রেডমেইন। টাইব্রেকারে তিনিই গড়ে দিলেন ব‍্যবধান। ডান দিকে ঝাঁপিয়ে পেরুর আলেক্স ভালেরার শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে নিয়ে গেলেন বিশ্বকাপে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2022, 09:08 PM
Updated : 13 June 2022, 09:56 PM

কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে সোমবার রাতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলবে তারা।

‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ শিরোপাধারী ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়া।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। এরপর ম‍্যাচ টাইব্রেকারে গড়ালে প্রথম শটেই গোল করতে ব‍্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন বয়েল। তবে পরের পাঁচটি শটেই ঠিকানা খুঁজে পায় তারা।

পেরুর তৃতীয় শটে গোল পাননি ডিফেন্ডার লুইস আদভিনকুলা। ১১৬তম মিনিটে ক্রিস্তিয়ান কুয়েভার চোটের জন‍্য মাঠ ছাড়লে বদলি নামেন ভালেরা। তার শটই ঠেকিয়ে দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান রেডমেইন। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক একজন পেনাল্টি বিশেষজ্ঞ। টানা তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার কীর্তিও আছে তার। সাডেন ডেথে তিনিই গড়ে দিলেন ব‍্যবধান।

স্রেফ তিন মিনিট বাকি থাকতে মাঠা নামা রেডমেইন টাইব্রেকারে নিজেদের শটের সময় গোললাইনে দাঁড়িয়ে নাচানাচি করে যেন পেরুর খেলোয়াড়দের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছিলেন। তার প্রভাব হয়তো কিছুটা হলেও পড়ে ম্যাচের ফলে। সবার পরে মাঠে নামা খেলোয়াড়ই শেষ পর্যন্ত হয়ে গেলেন নায়ক।

প্রথম ৮০ মিনিটে গোলের খুব ভালো সুযোগ তৈরি করতে পারেনি কেউই। এরপর দুটি দারুণ সুযোগ পায় অস্ট্রেলিয়া। কিন্তু এর কোনোটিই পেরু গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।

অতিরিক্ত সময়ের নবম মিনিটে এদিসন ফ্লোরেসের শট ঠেকিয়ে অস্ট্রেলিয়ার ত্রাতা গোলরক্ষক ম‍্যাথু রায়ান। শেষ দিকে লাতিন আমেরিকার দলটি বেশ চাপ সৃষ্টি করলেও কাজের কাজ হয়নি কিছুই।

লাতিন আমেরিকা ও এশিয়ার বাছাইয়ে পঞ্চম হওয়া দলের প্লে-অফে নির্ধারিত হলো বিশ্বকাপের ৩১তম দল। মঙ্গলবার একই স্টেডিয়ামে শেষ স্থানটির জন‍্য লড়াই করবে কোস্টা রিকা ও নিউ জিল‍্যান্ড।