কানসেলো-গেদেসের গোলে পর্তুগালের জয়

জয় দিয়ে শুরুর পর ড্র, এবার হেরেই গেল চেক রিপাবলিক। অন‍্যদিকে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল পর্তুগাল। ঘরের মাঠে নিজেদের মেলে ধরে সুসংহত করল শীর্ষস্থান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2022, 08:43 PM
Updated : 10 June 2022, 11:46 AM

লিসবনে বৃহস্পতিবার রাতে নেশন্স লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল। জোয়াও কানসেলো দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান দ্বিগুণ করেন গনসালো গেদেস।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম‍্যাচ। তবে প্রথম আধ ঘণ্টায় তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। প্রতি আক্রমণ থেকে ২৪তম মিনিটে ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, তবে শট লক্ষ‍্যে রাখতে পারেননি পর্তুগাল অধিনায়ক।

৩১তম মিনিটে ইয়ান কুচতার শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক। এর দুই মিনিট পরই ম‍্যানচেস্টার সিটির দুই খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় পর্তুগাল। বের্নার্দো সিলভার কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কানসেলো। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

৩৮তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন গেদেস। ডি বক্সে সিলভার দারুণ পাস পেয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ভালেন্সিয়ার এই ফরোয়ার্ড। পোস্টের ভেতরের দিকে লেগে বল জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে ব‍্যবধান কমানোর সুযোগ আসে চেকদের সামনে। তবে প্রতি আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি ভাক্লাভ ইউরেসকা। পরের মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে দিয়োগো জটার বুলেট গতির শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক। ৭১তম মিনিটে রোনালদোর আড়াআড়ি শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন তিনি। 

৮৬তম মিনিটে ব‍্যবধান কমানোর দারুণ সুযোগ এসেছিলে এডাম ভ্লাকানোভার সামনে। তবে খুব কাছে থেকেও বাইরে মেরে হতাশ করেন এই বদলি খেলোয়াড়।

৩ ম‍্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। গ্রুপের অন‍্য ম‍্যাচে সুইজারল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে চেক রিপাবলিক।