লিগ শিরোপার আশা ছাড়ছেন না ক্লপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2022 10:14 PM BdST Updated: 09 May 2022 10:14 PM BdST
মৌসুমে চার শিরোপা জয়ের সম্ভাবনায় চোট লেগেছে লিভারপুলের। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে দলটি পিছিয়ে পড়েছে অনেকটাই। তবে কোচ ইয়ুর্গেন ক্লপ হাল ছাড়তে নারাজ। এখনই শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে, এমন ভাবছেন না তিনি।
এতদিন সিটির চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে ছিল লিভারপুল। কিন্তু শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-১ ড্র করে দলটি। আর রোববার নিউক্যাসল ইউনাইটেডকে ৫-০ গোলে হারায় সিটি।
এতে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে সিটি এগিয়ে যায় তিন পয়েন্ট ব্যবধানে। শিরোপা জিততে এখন আর নিজেদের বাকি ম্যাচগুলো লিভারপুলের জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে সিটির অনন্ত ৪ পয়েন্ট হারানোর।
গুঞ্জন আছে, ক্লপ তার শিষ্যদের বলে দিয়েছেন, শিরোপার আর সম্ভাবনা নেই। মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ক্লপ।
“আমি নিশ্চিত নই, আমি এমনটা বলেছি। কারণ, আমি মনে করি এটা স্পষ্ট। এটা পরিস্কার যে, এটা (শিরোপা লড়াই) শেষ হয়ে যায়নি, যেটাই ঘটুক না কেন।”
“এখন আমাদের তিনটি ম্যাচ আছে এবং এই তিনটি ম্যাচে আমরা কীভাবে জিততে পারি সেটাই এখন আমার ভাবনা। সিটি কীভাবে জিততে পারে সেটা আমার বলার নেই। আমরা বিশ্বাস করা বন্ধ করি না যে, আমরা নিজেরা কি করতে পারি।”
চলতি মৌসুমে লিগ কাপ আগেই ঘরে তুলেছে লিভারপুল। উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ফাইনালে। এর সঙ্গে প্রিমিয়ার লিগ মিলিয়ে লিভারপুলের সামনে ছিল প্রথম ইংলিশ দল হিসেবে একসঙ্গে চারটি বড় শিরোপা জয়ের হাতছানি।
তবে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ায় লিভারপুলের চার শিরোপার সম্ভাবনাও কঠিন হয়ে পড়েছে।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে