২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2022 07:42 PM BdST Updated: 02 May 2022 07:42 PM BdST
এখনও শেষ তিন রাউন্ডের খেলা বাকি। তবে এরই মধ্যে সেরি আর শীর্ষ চার দল নিশ্চিত হয়ে গেছে। শিরোপা লড়াইয়ে থাকা এসি মিলান ও ইন্টার মিলানের সঙ্গে নাপোলি ও ইউভেন্তুস আগামী মৌসুমে ইতালি থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
বোলোনিয়ার বিপক্ষে রোববার গোলশূন্য ড্র করে রোমা। ফলে জোসে মরিনিয়োর দলের সেরা চারে থাকার ন্যূনতম আশাটুকুও শেষ হয়ে যায়।
লাৎসিও ও ফিওরেন্তিনাও ছিটকে গেছে সেরা চারের লড়াই থেকে।
নাপোলি ও ইউভেন্তুসের শেষ চারের ভাগ্যটা নিজেদের হাতেই ছিল। গত শনিবার সাস্সুয়েলোর বিপক্ষে ৬-১ গোলে জিতে নিজেদের কাজ সেরে রেখেছিল নাপোলি।
ইউভেন্তুস ২-১ গোলে হারিয়েছিল ভেনেৎসিয়াকে। সেরা চার নিশ্চিত করা থেকে মাত্র এক পয়েন্ট দূরে ছিল দুই দল। তবে রোমা পয়েন্ট হারানোয় আগেই নিশ্চিত হয়ে গেছে তাদের চারে থাকা।
চলতি মৌসুম ও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয় নাপোলি। এই দুই মৌসুম ইউরোপা লিগে খেলেছে দলটি।
এবারের লিগে ইউভেন্তুসের শুরুটা মোটেও ভালো ছিল না। এরপরও সেরা চারে থেকে আসর শেষ করতে পারছে তারা। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে এখন চারে দলটি। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে নাপোলি।
শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ৩৫ ম্যাচে ৭৭। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল