‘মেসিকে দুয়ো দিলে সম্মান পাবে কে?’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2022 04:24 PM BdST Updated: 31 Mar 2022 04:25 PM BdST
-
লিওনেল মেসি
-
বার্সেলোনায় যখন সতীর্থ ছিলেন মেসি ও রোনালদিনিয়ো
বার্সেলোনায় ২১ বছরের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের পাশাপাশি লিওনেল মেসি ব্যর্থতার স্বাদও পেয়েছেন কিছু। কিন্তু কখনোই তাকে নিজ দলের সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়নি। পিএসজিতে প্রথম মৌসুমেই সেই তেতো অভিজ্ঞতা হয়েছে তার। ইতিহাসের সেরা ফুটবলারদের একজনের প্রতি তারই ক্লাবের সমর্থকদের এমন আচরণ কিছুতেই মানতে পারছেন না রোনালদিনিয়ো।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা কিছুটা বিরক্ত হয়ে পিএসজি সমর্থকদের উদ্দেশ্যে করলেন প্রশ্ন, মেসিকে সম্মান করতে না পারলে আর কোন ফুটবলারকে পারবে তারা।
গত মৌসুমে লিগ ওয়ানের শিরোপা না জিততে পারলেও লম্বা সময় ধরে ফ্রান্সের শীর্ষ লিগে একক আধিপত্য পিএসজির। কেবল লিগ ওয়ানে নয়, কাড়ি কাড়ি অর্থ ঢেলে তারকাদের এক ড্রেসিং রুমে নিয়ে আসা ক্লাবটি ফ্রান্সের ঘরোয়া ফুটবলের অন্যসব প্রতিযোগিতায়ও আধিপত্য করছে অনেক দিন ধরে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনও অধরাই রয়ে গেছে প্যারিসের দলটির জন্য।
লক্ষ্য পূরণে প্রতি বছরেই দলের শক্তি বাড়াচ্ছে তারা। চলতি মৌসুমে নেইমার-কিলিয়ান এমবাপেদের সঙ্গে যোগ দেন ফুটবলের মহাতারকা মেসি। এছাড়াও সের্হিও রামোস, জানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, জর্জিনিয়ো ভেইনালডামদের দলে টানে তারা।

বার্সেলোনায় যখন সতীর্থ ছিলেন মেসি ও রোনালদিনিয়ো
সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে পুরোটা সময়ে নিজের ছায়া হয়েই ছিলেন মেসি। বারবার তার বল হারানোটা ছিল দৃষ্টিকটু।
রিয়ালের বিপক্ষে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েন মেসি ও নেইমার। গত ১৩ মার্চ বোর্দোর বিপক্ষে লিগ ওয়ানে ঘরের মাঠে ৩-০ গোলে জেতে পিএসজি, একটি গোলও করেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ক্লাব সমর্থকদের মন জয় করতে পারেননি দুজনের কেউই; ম্যাচ জুড়ে তাদের পায়ে বল গেলেই দুয়ো দেয় সমর্থকরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে গত বুধবার দেওয়া সাক্ষাৎকারের মেসিকে উদ্দেশ্য করে পিএসজির ভক্তদের দুয়ো প্রসঙ্গে রোনালদিনিয়ো বলেন, তিনি কোনোভাবেই বিষয়টি মেলাতে পারছেন না। ইতিহাসের সেরা ফুটবলারদের একজনকে কীভাবে নিজ দলের সমর্থকরাই দুয়ো দেন, এটি তার বোধগম্য নয়।
“যেখানে সবসময় একই ধরনের ফুটবল খেলা হয় তেমন একটি ক্লাবে অনেক বছর খেলার পর সে পিএসজিতে যোগ দিয়েছে, তার জন্য স্বাভাবিকভাবেই এখানে মানিয়ে নেওয়া কঠিন। তাকে শুধু (নতুন জায়গায়) মানিয়ে নিতে হবে, বাকিটা স্বাভাবিকভাবেই আসবে। তার শুধু সময়ের প্রয়োজন।”
“(মেসিকে দুয়ো দেওয়ার কারণ) আমি বুঝতে পারছি না। আপনি যদি মেসিকে দুয়ো দেন, তাহলে বুঝতে হবে আর কিছুই বাকি নেই! বিশ্বের সেরা খেলোয়াড়কে দুয়ো দিলে কাকে সাধুবাদ জানাবেন? আমি কিছুই বুঝতে পারছি না।”
বার্সেলোনায় মেসির শুরুর দিনগুলোতে তার সতীর্থ ছিলেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা রোনালদিনিয়ো। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে একসঙ্গে খেলেছিলেন তারা।
বার্সেলোনায় সাফল্যমন্ডিত ক্যারিয়ারে রোনালদিনিয়ো ২০৭ ম্যাচ খেলে ৯৪টি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ৭১টি। দলটির হয়ে ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। লা লিগার শিরোপা জেতেন দুই বার।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব