সেমি-ফাইনালে ইরাককে পেল বাংলাদেশ

ইন্দোনেশিয়া পাত্তাই পেল না ইরাকের কাছে। দাপুটে জয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির সেমি-ফাইনালে উঠেছে মধ্য প্রাচ্যের দলটি। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2022, 02:16 PM
Updated : 22 March 2022, 02:16 PM

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার ইন্দোনেশিয়াকে ৬৭-১৬ পয়েন্টে উড়িয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয় ইরাক। প্রথমার্ধে তারা ৪৩-৮ পয়েন্টে এগিয়ে ছিল।

‘বি’ গ্রুপের সেরা হয়েছে গতবারের রানার্সআপ কেনিয়া। সেমি-ফাইনালে তারা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কার।

নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪০-৩৮ পয়েন্টে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয় গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৫৬-২১ পয়েন্টে হারায়।

অপরাজিত থেকে সেমি-ফাইনালে ওঠার স্বস্তি আছে বাংলাদেশ কোচ সাজু রাম গয়াতের। তবে আসরে নতুন দল ইরাককে নিয়ে সতর্ক তিনি।

“এবার দারুণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অনেকগুলো ম্যাচই সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। নতুন দল ইরাক খুব ভালো করছে। প্রতি বছর টুর্নামেন্টের মান বাড়ছে।”

“রেইডার যারা আছেন, সেমি-ফাইনালে তারাই থাকবেন। রক্ষণে কিছু পরিবর্তন আনা হবে। সামনের ম্যাচে ভুলগুলো শুধরে নামব আমরা।”