বেলগ্রেডে ইমরানুরের চমক থামল ‘অদ্ভূতভাবে’

প্রথম দফায় দৌড়ানোর সংকেত (স্টার্টার গান ফায়ার) বাজার আগেই গড়বড় করে ফেললেন অনেকে। ফের লাইনে ফিরলেন সবাই। এবার সংকেত শুনতে পারলেন না কেবল ইমরানুর রহমান! বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্রুততম মানবের চমক থামল তাই চরম হতাশায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2022, 06:01 PM
Updated : 19 March 2022, 06:02 PM

সার্বিয়ার বেলগ্রেডে শনিবার ৬০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে এক নম্বর হিটে দৌড়ানোর কথা ছিল ইমরানুরের। কিন্তু সংকেত শুনতে না পেরে দৌড়াতে পারেননি ২৮ বছর বয়সী এই স্প্রিন্টার।

পরে বিষয়টি নিয়ে জাজদের সঙ্গে কথা বলতে দেখা যায় ইমরানুরকে। কিন্তু ততক্ষণে যা হবার, তা হয়ে গেছে।

সকালেই হিটে আলো ছড়িয়ে বিস্ময়ের জন্ম দেন ইমরানুর। পাঁচ নম্বর হিটে ৬ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়ে সেমি-ফাইনালে উঠেন তিনি।

পাঁচ নম্বর হিটে সেরা হন বিশ্বের দ্রুততম মানব মার্সেল জেকবস। ৬ দশমিক ৫৩ সেকেন্ড সময় নেন ২০২০ টোকিও অলিম্পিকসে সবাইকে চমকে দিয়ে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হওয়া এই ইতালিয়ান অ্যাথলেট।

এই হিট পেরিয়ে সেমি-ফাইনালে ওঠা ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর জেরড ইলককের টাইমিং ৬ দশমিক ৬৩ সেকেন্ড।

হিটে দক্ষিণ এশিয়ান গেমসের দ্রুততম মানব মালদ্বীপের সাঈদও ছিলেন ইমরানুরের পেছনে। ৬ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হন তিনি।

গত জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটারে সেরা হন ইমরানুর। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের ট্র্যাকে দৌড় শেষ করেন ১০ দশমিক ৫০ সেকেন্ডে (হ্যান্ড টাইমিং)। সেরা হওয়ার পথে ২১ বছরের পুরান রেকর্ডও ভাঙেন তিনি। জাতীয় অ্যাথলেটিক্সে আগের রেকর্ডটি ১৯৯৯ সালে মাহবুব আলম গড়েছিলেন ১০ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে।