আবাহনীর হোঁচটের ম্যাচে কলিনদ্রেসের পেনাল্টি মিস

প্রথমার্ধের বিবর্ণতার পর বেশ কিছু সুযোগ তৈরি করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাজে লাগাতে পারল না আবাহনী। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও সুযোগটা মাটি করলেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়ল আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2022, 01:13 PM
Updated : 16 March 2022, 01:13 PM

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আবাহনী। চলতি লিগে এটি আবাহনীর তৃতীয় ও শেখ জামালের পঞ্চম ড্র।

৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সাইফ স্পোর্টিংকে ৪-৩ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল।

প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধে আবাহনীর খেলায় ফেরে চেনা আগ্রাসী রূপ। ৪৯তম মিনিটে দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো গোলরক্ষক বরাবর শট নেন। ছয় মিনিট পর মেহেদী হাসান রয়েলের চিপে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৬৭তম মিনিটে কলিনদ্রেসের ফ্রি-কিকে মিলাদ শেখ সোলেমানি লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশা বাড়ান। এরপর প্রতি-আক্রমণ থেকে ভালো সুযোগ নষ্ট হয় শেখ জামালের। ভালিজনভ ওতাবেকের ডিফেন্স চেরা পাসে নুরুল আবসারের বাঁ পায়ের কোনাকুনি শট পোস্টে লেগে ফিরে।

দুই মিনিট পর বক্সে দোরিয়েলতনকে ফাউল করেন রায়হান হাসান। পেনাল্টি পায় আবাহনী। কিন্তু কলিনদ্রেসের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফেরান শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম।

লিগে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী এ নিয়ে টানা দুই ম্যাচ পয়েন্ট ভাগাভাগি করল। আগের ম্যাচে লিগ টেবিলের তলানিতে থাকা ‘পুঁচকে’ স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ১-১ ড্র করেছিল মারিও লেমোসের দল।