১৮ গ্র্যান্ডমাস্টার নিয়ে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2022 09:47 PM BdST Updated: 09 Mar 2022 09:47 PM BdST
এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে যেন গ্র্যান্ডমাস্টারদের মেলা বসতে যাচ্ছে। বাংলাদেশের পাঁচজন, ভারতের ১১ জন, জর্জিয়া ও ইরানের একজন করে-সব মিলিয়ে ১৮ জন গ্র্যান্ডমাস্টার এবার খেলবেন বিভিন্ন দলে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী বৃহস্পতিবার শুরু হবে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। গতবারের চেয়ে এবারের লিগে অংশ নেওয়া গ্র্যান্ডমাস্টারের সংখ্যা বেড়েছে পাঁচ জন।
আসরে ১২টি দল অংশ নিচ্ছে। এদের মধ্যে ২০২১ সালের প্রথম বিভাগ দাবা লিগ থেকে উঠে এসেছে দুটি দল-রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও ম্যানহা’স ক্যাসল। বাকি ১০ দল যথাক্রমে- গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ, গতবারের রানার্সআপ শাহিন চেস ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ বিমান, তিতাস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, শেখ রাসেল চেস ক্লাব, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ও লিওনাইন চেস ক্লাব।
১৮ জন গ্র্যান্ডমাস্টার ছাড়াও এবার বিভিন্ন দলে খেলবেন ৬ জন ইন্টারন্যাশনাল মাস্টার; এদের মধ্যে বাংলাদেশের ও ভারতের আছেন তিন জন করে। সব মিলিয়ে ভারতের ২০ জন, জর্জিয়া ও ইরানের ১ জন করে মোট ২২ জন বিদেশি দাবাড়ু খেলবেন এবারের আসরে।
গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশের পক্ষে অংশ নিচ্ছেন ভারতের জাতীয় চ্যাম্পিয়ন ও টাটা স্টিল দাবার ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এরিগাসি অর্জুন, ভারতের জাতীয় রানারআপ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ, বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও মোল্লা আব্দুল্লাহ আল রাকিব। এছাড়াও দলটিতে আছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।
সাইফ স্পোর্টিং দল সাজিয়েছে পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়ে। তারা হলেন ইরানের গ্র্যান্ডমাস্টার ইদানি পোয়া, জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার মচিডলিশব্যালি মিখাইল, বাংলাদেশে তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, এনামুল হোসেন রাজীব ও রিফাত বিন সাত্তার।
ভারতের দুই গ্র্যান্ডমাস্টার অভিমান্যু পৌরনিক ও মিত্রভা গুহ খেলবেন বাংলাদেশ বিমানের হয়ে। প্রতিবেশি দেশটির আরও দুই গ্র্যান্ডমাস্টার নারায়নান শ্রীনাথ ও সংকল্প গুপ্ত খেলবেন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে।
ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ ও শ্যাম সুন্দরকে দলে নিয়েছে শেখ রাসেল দাবা ক্লাব। গ্র্যান্ডমাস্টার ম্যানডোনকা লিয়ন লুকে ও গ্র্যান্ডমাস্টার হার্ষা ভারথাকুটি ম্যানহা’স ক্যাসলে এবং ভারতের গ্র্যান্ডমাস্টার হিমাংশু শর্মা তিতাস ক্লাবের হয়ে খেলবেন।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব