ফুটবল মাঠে সমর্থকদের সংঘর্ষে ২২ জন আহত 

মেক্সিকোর শীর্ষ লিগের একটি ম্যাচ চলাকালীন সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2022, 01:02 PM
Updated : 6 March 2022, 01:02 PM

লিগা এমএক্স-এ শনিবার কুয়েরেতারো ও আতলাসের ম্যাচে ঘটে এই ঘটনা। সমর্থকদের মারামারি মাঠের মধ্যেও চলে এলে ৬৩ মিনিটের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন ১-০ গোলে এগিয়ে ছিল আতলাস। 

কিছু খেলোয়াড় সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। পরে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুই জন গুরুতর আহত হয়েছেন। মোট ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত লোকজনের প্রতি সংহতি জানিয়ে রোববারের সব ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত জানান লিগের সভাপতি মাইকেল আরিওলা।

তিনি টুইটারে লিখেছেন, “স্টেডিয়ামে নিরাপত্তা বিঘ্নের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমাদের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা সবার আগে।”