অবশেষে জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ

মাঠে নামলেই হার-প্রিমিয়ার লিগে গত চার রাউন্ডে এই ছিল মুক্তিযোদ্ধা সংসদের অবস্থা। অবশেষে দৃশ্যপটে এলো পরিবর্তন। স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম জয় পেল তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2022, 03:03 PM
Updated : 25 Feb 2022, 03:03 PM

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ।

তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৫তম মিনিটে নেতো ‍তুর্কোভিচের গোলে এগিয়ে যায় লিগের উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক উপহার দেওয়া স্বাধীনতা।

এ ম্যাচেও স্বাধীনতা ছুটছিল জয়ের পথে। দুই মিনিটের মধ্যে ম্যাচের গতিপথ যায় বদলে। ৮১তম মিনিটে মিশরের ফরোয়ার্ড আহমেদ আইমান সমতা ফেরান। এরপর সোহেল রানার তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন জাপানি ফরোয়ার্ড তেতসুকি মিসুয়া।

দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুক্তিযোদ্ধা এক ধাপ এগিয়ে ১১তম স্থানে আছে। পাঁচ ম্যাচে এটি স্বাধীনতার তৃতীয় হার; ৪ পয়েন্ট নিয়ে তারা আছে নবম স্থানে।

লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষ হলো। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রতিযোগিতার রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গত দুই লিগে বাজিমাত করা বসুন্ধরা কিংস।

১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সবশেষ ২০১৫ সালে লিগ জেতা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী।