ইন্দোনেশিয়ার শুটিংয়ে বাংলাদেশের আরেকটি ব্রোঞ্জ

চার দল নিয়ে হওয়া প্রতিযোগিতায় ব্রোঞ্জের লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে আইএসএসএফ শুটিংয়ে আরেকটি পদক পেল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2022, 11:49 AM
Updated : 15 Feb 2022, 11:49 AM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১৭-১৫ ব্যবধানে সিঙ্গাপুরকে হারায় শোভন চৌধুরী-রাব্বী হাসান মুন্না ও মোহাম্মদ আলীকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

সব মিলিয়ে এ প্রতিযোগিতায় পঞ্চম পদক জিতল বাংলাদেশ। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত বিভাগে সিঙ্গাপুরের বিপক্ষে ১৬-১৪ ব্যবধানে হেরে রুপা পেয়েছিলেন শোভন-রাব্বী-আলী।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিল নাফিসা তাবাস্সুম, সৈয়দা আতকিয়া হাসান দিশা ও সাজিদা হককে নিয়ে গড়া বাংলাদেশ দল।

১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে নাফিসা তাবাস্সুম ও মোহাম্মদ আলি ব্রোঞ্জ জিতেছিলেন।

আসরে বাংলাদেশ প্রথম পদক পেয়েছিল নাফিসার হাত ধরে। ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।