লিগ শিরোপা জিততে '৯০ পয়েন্টের বেশি দরকার' সিটির

গত মৌসুমে ৯০ পয়েন্টের কম নিয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে এবারও তারা আছে এগিয়ে। কিন্তু এখনই কোনো কিছুর নিশ্চয়তা দেখছেন না দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। তার মতে, এবার লিগ শিরোপা জিততে প্রয়োজন হবে ৯০ পয়েন্টের বেশি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2022, 07:24 PM
Updated : 11 Feb 2022, 07:55 PM

চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ওপরে আছে সিটি। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৫১। তারা ম্যাচ খেলেছে একটি কম। সেই হিসেবে পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টায় অবনমন অঞ্চলে থাকা নরিচ সিটির বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বলেন, টানা দ্বিতীয় শিরোপা জিততে হলে তাদের আরও অনেক পয়েন্টের প্রয়োজন।

“লিগ জিততে আমাদের লড়াই করতে হবে। আমরা যদি সেটা জিততে চাই, অনেক পয়েন্ট অর্জন করতে হবে অবিশ্বাস্য সব প্রতিপক্ষের বিপক্ষে, যাদের মুখোমুখি আমরা বহুবার হয়েছি।”

“লিভারপুলের সঙ্গে (৯ পয়েন্টের) ব্যবধান কিছুই নয়। আমাদের আরও অনেক ম্যাচ জিততে হবে…৯০ পয়েন্টের বেশি পেতে হবে। ৯৫, ৯৬ পয়েন্ট হলে চ্যাম্পিয়ন হওয়া যাবে।”

আগামী রোববার লিভারপুল খেলবে তলানির দল বার্নলির বিপক্ষে। তাদের এখনও সুযোগ রয়েছে শিরোপা পুনরুদ্ধার করার।

গত মৌসুমে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জিতেছিল গুয়ার্দিওলার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান ছিল ১২ পয়েন্টের।