ইন্দোনেশিয়ায় বাংলাদেশের শুটার নাফিসার ব্রোঞ্জ

শোভন চৌধুরী ও রাব্বী হাসান মুন্না পার হতে পারেননি সেমি-ফাইনালের বৈতরণী। ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের বিভাগে তা পারলেন নাফিসা তাবাস্সুম। তার হাত ধরেই ইন্দোনেশিয়ার আইএসএসএফ গ্রাঁ প্রি’র এবারের আসরে বাংলাদেশ পেল প্রথম পদক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2022, 09:42 AM
Updated : 10 Feb 2022, 09:42 AM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৃহস্পতিবার ১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের বিভাগে বাছাইয়ে ৬২৩.২ স্কোর করে ১৯ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হয়ে সেরা আট জনের সেমি-ফাইনালে ওঠেন নাফিসা। চার জনের প্রথম সেমি-ফাইনালে দ্বিতীয় সেরা হয়ে জায়গা করে নেন পদকের লড়াইয়ে। সেখানে চার জনের মধ্যে তৃতীয় হন ২২ বছর বয়সী এই শুটার।

এই ইভেন্টে সোনা জিতেছেন রোমানিয়ার প্রতিযোগী লুরা-জর্জিটা ইলি এবং রুপা পেয়েছেন ভারতের খাইরুন্নিসা সালসাবেলা।

পুরুষ বিভাগে হতাশ হতে হয় বাংলাদেশকে। চার জন নিয়ে হওয়া প্রথম সেমি-ফাইনালে তৃতীয় হন শোভন; দ্বিতীয় সেমি-ফাইনালে চার জনের মধ্যে চতুর্থ রাব্বী।

পুরুষ বিভাগের বাছাইয়ে শোভন পঞ্চম ও রাব্বী ষষ্ঠ হয়েছিলেন। আব্দুল্লাহ হেল বাকির অনুপস্থিতিতে তাদের ঘিরেই প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু তা পূরণ করতে পারেননি তারা।