উন্নতির আশা আছে, বড় স্বপ্ন নেই মোহামেডান কোচের
মোহাম্মদ জুবায়ের, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2022 12:41 PM BdST Updated: 30 Jan 2022 12:42 PM BdST
-
দল গুছিয়ে নেওয়ার পর শিরোপা জয়ের প্রতিশ্রুতি দিলেন মোহামেডান কোচ শন লেন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
-
মৌসুমের পর মৌসুম যায়, টুর্নামেন্টের পর টুর্নামেন্ট শেষ হয়, কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের চাওয়ার সঙ্গে পাওয়ার সমীকরণ মেলে না! আসছে প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুত হচ্ছে দলটি, কিন্তু মোহামেডান কোচ শন লেন এবারও দেখাচ্ছেন না বড় স্বপ্ন। ফুটবলারদের তাড়নার কথা অবশ্য বলছেন তিনি। তবে সীমাবদ্ধতা জানেন বলেই হয়তো তিনি লাগাম টানছেন আশায়।
২০২১-২২ মৌসুমের দলবদলের সময় শন লেন বলেছিলেন, একটা শিরোপা খুব করে চাই তাদের। সে চাওয়াটা কেবল মুখেই থেকে গেছে, মাঠের পারফরম্যান্সে প্রতিফলিত হয়নি। মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় তারা। ফেডারেশন কাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে হেরে।
বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন আসর। ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর শুরুর প্রথম তিন আসরে রানার্স আপ হয়েছিল মোহামেডান। এরপর সময় যত গড়িয়েছে, মোহামেডান একুট একটু করে পেছনেই পড়ে থেকেছে। শিরোপা জয় তো দূর অস্ত, কখনও কাছাকাছিও পারেনি। ২০১১-১২ ও ২০১৪-১৫ মৌসুমে তারা হয়েছিল তৃতীয়। ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি গত লিগ শেষ করে ষষ্ঠ স্থানে থেকে।
২০১৯ সালের এপ্রিলে মোহামেডানের হাল ধরার পর প্রায় বছর তিনেক চলে গেছে, কিন্তু এখনও কোনো শিরোপার স্বাদ পাননি লেন। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে সে লক্ষ্য পূরণ না হওয়ার পর লিগ নিয়েও খুব একটা আত্মবিশ্বাসী নন ৫৮ বছর বয়সী এই কোচ।

“লিগ নিয়ে আমাদের প্রস্তুতি ভালো চলছে। স্থানীয় এবং বিদেশি সব খেলোয়াড় আছে প্রস্তুতিতে। শুধু মামুনুল ও বাপ্পী পুরোদমে অনুশীলন শুরু করেনি। মামুনুলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে, বাপ্পীর হাঁটুতে ছোটখাট একটা অস্ত্রোপচার হয়েছে। আশা করি, লিগ শুরুর আগে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।”
দেশি-বিদেশিদের নিয়ে নিজের স্কোয়াড নিয়ে অবশ্য বেশ সন্তুষ্ট মোহামেডান কোচ।
“সুলেমানে দিয়াবাতে (মালি), অ্যারন রিয়ারডন (অস্ট্রেলিয়া), ইয়াসমিন মেসিনোভিকি (মেসিডোনিয়া) ও ওবি মোনেকে (নাইজেরিয়া)- আমাদের দলে চমৎকার চারজন বিদেশি খেলোয়াড় আছে। চমৎকার সব স্থানীয় খেলোয়াড় আছে, যারা তরুণ এবং সবাই সাফল্যের জন্য ক্ষুধার্ত।”
স্বাধীনতা কাপে চার বিদেশির মধ্যে শুধু মালির ফরোয়ার্ড দিয়াবাতেকে পুরোটা সময় পেয়েছিল মোহামেডান, কিন্তু বাকিদের অনুপস্থিতিতে প্রতিযোগিতাটির সবশেষ ২০১৪ সালের চ্যাম্পিয়নরা পারেনি নিজেদের মেলে ধরতে। রিয়ারডন, মেসিনোভিকি ও মোনেকে যোগ দেওয়ায় ফেডারেশন কাপে দলটি উপহার দিয়েছিল লড়াকু ফুটবল।
মোহামেডানের আক্রমণভাগের মূল ভরসা দিয়াবাতে। গত লিগে ১৩ গোল করেছিলেন মালির এই ফরোয়ার্ড। স্থানীয়দের অবস্থা খুব একটা ভালো ছিল না। বাপ্পীর গোল ছিল ৪টি, জাফর ইকবালের ২টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় লেল বললেন, এবারের লিগে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের কাছ থেকে চান পারফরম্যান্সের ধারাবাহিকতা। মূলত তার চাওয়াটা মিডফিল্ডার অনিক হোসেন, জাফর, বাপ্পীদের মতো তরুণদের কাছেই।
“আমাদের দুর্বলতার জায়গা হচ্ছে, তরুণদের খেলায় ধারাবাহিকতার কিছুটা অভাব রয়েছে। অবশ্য তারা এখনও শেখার মধ্যে আছে। তরুণদের এই কমতি নিয়ে কাজ করা এবং এ দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।”

সেখান থেকে এবার নাটকীয় উন্নতি করে ট্রফির পানে হাত বাড়ানোর কথা বলছেন না লেন। বরং একটু একটু করে উন্নতির পথে এগিয়ে যেতে চান দল নিয়ে।
“আমাদের লক্ষ্য গত মৌসুমের চেয়ে ভালো অবস্থানে থেকে লিগ শেষ করা। গতবার আমরা লিগে ষষ্ঠ হয়েছিলাম; চতুর্থ স্থানে ওঠা থেকে আমরা মাত্র এক পয়েন্ট দূরে ছিলাম। এবার তাই আমাদের লক্ষ্য লিগ টেবিলের ওপরের দিকে ওঠা এবং উন্নতির ধারাবাহিকতায় থাকা।”
মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপে এবং এরপর ফেডারেশন কাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়াকে নিজেদের ব্যর্থতা মনে করেন না লেন। বিশেষ করে, ফেডারেশন কাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার দায় তিনি দিচ্ছেন রেফারির উপর। রহমতগঞ্জের বিপক্ষে সেমি-ফাইনালে দ্বিতীয়ার্ধে মেসিডোনিয়ার ডিফেন্ডার মেসিনোভিকির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া নিয়ে অভিযোগ করে লিগে রেফারিংয়ের মান উন্নয়নের দাবিও জানিয়ে রাখলেন এই ইংলিশ কোচ।
“গত দুই টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্ন নিম্নমানের ছিল, এটার সঙ্গে আমি একমত নই। স্বাধীনতা কাপে আমরা অধিকাংশ সময় একজন বিদেশি খেলোয়াড় পেয়েছিলাম। (পুরো শক্তির দল পাওয়ায়) ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছিলাম এবং রেফারির কিছু নিম্নমানের সিদ্ধান্ত আমাদের লুটে নিয়েছিল।”
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার