৭৪ বছর বয়সে কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ে হজসন 

বয়স ৭৪-৭৫ হওয়ার বেশ আগেই অবসরে চলে যান ফুটবল কোচদের অনেকে। রয় হজসন সেখানে এই বয়সেই ডাগ আউটে ফিরছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। অনেকটা চমক দেখিয়ে ওয়াটফোর্ড নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই কোচকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2022, 11:08 AM
Updated : 27 Jan 2022, 08:24 PM

প্রিমিয়ার লিগের ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করে হজসনের নিয়োগ। চলতি মৌসুমের শেষ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে দায়িত্বটি পালন করবেন ৭৪ বছর বয়সী কোচ।

ক্লাওদিও রানিয়েরির স্থলাভিষিক্ত হলেন তিনি। গত অক্টোবরে দুই বছরের চুক্তিতে দায়িত্ব পাওয়া রানিয়েরিকে সোমবার বরখাস্ত করে ওয়াটফোর্ড।

৪৬ বছরের কোচিং ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হজসনের কোচিংয়ে ২৩তম দল ওয়াটফোর্ড। তবে সুদীর্ঘ এই পথচলায় তিনি সবচেয়ে বেশি পরিচিত ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবেই। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। ওই সময়টায় তার কোচিংয়ে দুটি ইউরো ও একটি বিশ্বকাপে অংশ নেয় ইংল্যান্ড।

ওয়াটফোর্ডে হজসনের মূল চ্যালেঞ্জ হবে ক্লাবকে প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখা। যে কাজটি তিনি টানা চার মৌসুমে সফলভাবে করতে পেরেছিলেন তার আগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে।

বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ওয়াটফোর্ড ২০ ম্যাচে স্রেফ ১৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার শেষ থেকে দুইয়ে। সবশেষ আটটি লিগ ম্যাচে জয়ের দেখা পায়নি তারা।

গত মে মাসে ক্রিস্টাল প্যালেসে চার বছর অধ্যায় শেষ হওয়ার পর অনেকেই হজসনের কোচিং ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন। কিন্তু ছোট্ট বিরতির পরই আবার চেনা আঙিনায় ফিরছেন তিনি।

খেলোয়াড়ী জীবনে সফল হতে না পারা সাবেক এই ডিফেন্ডার তার কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৬ সালে। শীর্ষ পর্যায়ে প্রথম সাড়া জাগান তিনি সুইজারল্যান্ডকে ১৯৯৪ বিশ্বকাপে নিয়ে গিয়ে। তার কোচিংয়ে ২৮ বছর পর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে সুইসরা এবং গ্রুপ পর্বও উতরে যায়।

পরে দুই দফায় ইন্টার মিলানের কোচের দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় দলে কোচিং করান সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ডকে। তার কোচিংয়েই ফিফা র‌্যাঙ্কিংয়ের নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে পেরেছিল ফিনল্যান্ড। দীর্ঘদিন পর ইংল্যান্ডে কোচিংয়ে ফেরেন তিনি ২০০৭ সালে ফুলহ্যামের কোচ হয়ে।

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন তিনি ফুলহ্যামের দায়িত্বে। ২০১০ সালে জেতেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের খেতাব। ওই বছরই যোগ দেন লিভারপুলে।

ওয়াটফোর্ডে সহকারি হিসেবে তিনি পাচ্ছেন তার একান্ত বিশ্বস্ত ও এই ক্লাবেরই সাবেক সফল কোচ রে লুইংটনকে। নতুন দায়িত্বে হজসনের প্রথম ম্যাচ আগামী ৫ ফেব্রুয়ারি, বার্নলির বিপক্ষে।