শেষ ষোলোয় নাদাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2022 08:20 PM BdST Updated: 21 Jan 2022 08:20 PM BdST
তৃতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন কারেন খাচানোভ। কিন্তু এরপর আর পেরে ওঠেননি তিনি। চার সেটের লড়াইয়ে এই রাশিয়ানকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় উঠেছেন রাফায়েল নাদাল।
মেলবোর্নে শুক্রবার তৃতীয় রাউন্ডে ২৮তম বাছাই খাচানোভকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-১ গেমে হারান স্প্যানিশ তারকা। চলতি আসরে এই প্রথম তিনি কোনো সেট হারলেন।
ষষ্ঠ বাছাই নাদাল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়ার আসলান কারাতসেভ অথবা ফ্রান্সের আদ্রিওঁ মানারিনোর মুখোমুখি হবেন।
পায়ের চোটের কারণে ২০২১ সালের অনেকটা সময় বাইরে কাটাতে হয় নাদালকে। পাঁচ মাস পর এই টুর্নামেন্ট দিয়েই গ্র্যান্ড স্ল্যামে ফিরেছেন তিনি। অবশ্য এখানে পা রাখার আগে প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে তার। চলতি মাসেই মেলবোর্ন সামার সেট জিতেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
লক্ষ্য এবার পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড একার করে নেওয়ার। সমান ২০ বার করে গ্র্যান্ড স্ল্যাম জিতে বর্তমানে রেকর্ডটির যৌথ মালিক নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।
এই ‘বিগ থ্রি’র মধ্যে মেলবোর্নে কেবল নাদালই খেলছেন। দ্বিতীয় দফা ভিসা বাতিলের পর জোকোভিচকে না খেলেই অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছে। আর চোটের কারণে টুর্নামেন্ট থেকে আগেই নিজেকে সরিয়ে নেন কিংবদন্তি রজার ফেদেরার।
বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে একবারই শিরোপা জিতেছেন নাদাল, ২০০৯ সালে। ফাইনালে উঠেছেন পাঁচবার।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’