৬ মাসেই ছাঁটাই হলেন বেনিতেস

ক্লাবের হতশ্রী পারফরম্যান্সে ক্রমশ চাপ বাড়ছিল এভারটন কোচ রাফায়েল বেনিতেসের ওপর৷ শেষ পর্যন্ত চাকরিটা হারাতেই হলো এই স্প্যানিয়ার্ডকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2022, 05:04 PM
Updated : 16 Jan 2022, 05:04 PM

এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। বেনিতেসের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনও জানানো হয়নি।

মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেওয়া বেনিতেস শুরু থেকেই এভারটনের সমর্থকদের কাছে ‘অপছন্দের’ ছিলেন। যার মূল কারণ, লিভারপুলের কোচ থাকাকালীন সময়ে এভারটনকে নিয়ে ‘অপ্রীতিকর’ মন্তব্য করেছিলেন তিনি।

লিগের গত আসরে দশম হওয়া এভারটন এবারও অবশ্য শুরুটা বেশ ভালো করেছিল। প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছিল তারা। তবে পরে ক্রমশ পথ হারাতে থাকে দলটি।

গত সেপ্টেম্বর থেকে লিগে মাত্র একটি ম্যাচ জিতেছে এভারটন। গত শনিবার নরিচ সিটির বিপক্ষে ২-১ গোলে হারের পর সমর্থকরা বেনিতেস ও ক্লাবের বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে।

১৯ ম্যাচে ৫ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগে ১৬তম স্থানে আছে দলটি। অবনমন অঞ্চল থেকে মাত্র ৬ পয়েন্ট ওপরে।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বেনিতেসের বিদায়ের মধ্য দিয়ে ছয় বছরে এই নিয়ে সপ্তমবার নতুন কোচের সন্ধানে নামবে এভারটন।