দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ড।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিন মঙ্গলবার ইসমাইল ৭.২৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনার পদক ধরে রাখেন। সোনিয়া অতিক্রম করেন ৫.৬৬ মিটার দূরত্ব।
সোনিয়া আক্তার
মেয়েদের ১০০ মিটার হার্ডলসে নৌবাহিনীর তামান্না আক্তার সোনা জেতেন ১৪.৭৯ সেকেন্ড সময় নিয়ে। ৪০০ মিটারে সোনা জিততে নৌবাহিনীর সাবিহা আল সোহা সময় নেন ৫৯.১৬ সেকেন্ড।
দুই দিনে মোট ২৫টি ইভেন্ট শেষ হয়েছে। ১৪টি সোনা, ৯টি রুপা ও ৮টি ব্রোঞ্জসহ মোট ৩১ পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তালিকার শীর্ষে আছে।