লং জাম্পে সেরা ইসমাইল

আগের দিন ১০০ মিটারে দেশের দ্রুততম মানবের মুকুট হারানোর হতাশা পেছনে ফেলে লং জাম্পে সোনা জিতেছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। মেয়েদের এই ইভেন্টে সেরা হয়েছেন বিমানবাহিনীর সোনিয়া আক্তার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2022, 06:23 PM
Updated : 4 Jan 2022, 06:23 PM

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিন মঙ্গলবার ইসমাইল ৭.২৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনার পদক ধরে রাখেন। সোনিয়া অতিক্রম করেন ৫.৬৬ মিটার দূরত্ব।

সোনিয়া আক্তার

ছেলেদের ১১০ মিটার হার্ডলসে সোনা জেতেন নৌবাহিনীর মাসুদ খান। তিনি সময় নেন ১৫.০৭ সেকেন্ড। ৪০০ মিটারে ৪৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হন সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি।

মেয়েদের ১০০ মিটার হার্ডলসে নৌবাহিনীর তামান্না আক্তার সোনা জেতেন ১৪.৭৯ সেকেন্ড সময় নিয়ে। ৪০০ মিটারে সোনা জিততে নৌবাহিনীর সাবিহা আল সোহা সময় নেন ৫৯.১৬ সেকেন্ড।

দুই দিনে মোট ২৫টি ইভেন্ট শেষ হয়েছে। ১৪টি সোনা, ৯টি রুপা ও ৮টি ব্রোঞ্জসহ মোট ৩১ পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তালিকার শীর্ষে আছে।