চেলসি ম্যাচের আগে লিভারপুলের ৩ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2021 08:14 PM BdST Updated: 31 Dec 2021 08:14 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে লিভারপুলের তিন জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
ক্লাবটির কয়েকজন স্টাফও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এরপরও গুরুত্বপূর্ণ ম্যাচটি পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
অনেক ক্লাবে করোভাইরাসের ছোবল এবং চোটের আঘাতে লিগ কর্তৃপক্ষ এ মাসে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে। আগামী রোববার স্বাগতিক চেলসির মুখোমুখি হওয়ার কথা লিভারপুলের।
ম্যাচটির আগে শুক্রবার সাংবাদিকদেরকে দলের বর্তমান অবস্থার কথা জানান ক্লপ।
“স্কোয়াডে তিন জন এবং কয়েকজন স্টাফ কোভিড আক্রান্ত। তাই দলের পরিস্থিতি এখন তেমন ভালো নয়।”
“কারা আক্রান্ত তা আমি বলছি না, কারণ আমাদের এখন পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সবার পিসিআর টেস্ট করাতে হবে। তবে আগামীকাল আপনারা স্কোয়াডের তালিকা দেখবেন, তখনই পরিষ্কার হয়ে যাবে কারা আক্রান্ত।”
লিভারপুল কি ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করবে?-এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেন, “এখনই নয়, তবে আমরা আসলে জানি না। আমাদের দলে করোনাভাইরাস সেভাবে কখনও ছড়ায়নি যেখানে ১০-১৫ জন একসঙ্গে আক্রান্ত।”
দলটির ভার্জিল ফন ডাইক, থিয়াগো আলকান্তারা, ফাবিনিয়ো ও কার্টিস জোনস এর আগে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন। আইসোলেশন থেকে এই সপ্তাহের শুরুতেই অনুশীলনে ফেরেন তারা।
১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসি।
চেলসির সমান ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার