দে হেয়ার চোখে যেমন রাংনিকের কোচিং
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2021 05:30 PM BdST Updated: 27 Dec 2021 05:31 PM BdST
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিক তার ক্যারিয়ার জুড়ে বিখ্যাত আক্রমণাত্বক ফুটবলের জন্য। অনুশীলনেও সেটা টের পাচ্ছেন দলটির গোলরক্ষক দাভিদ দে হেয়া। তার মতে, ৬৩ বছর বয়সী এই কোচের সঙ্গে ‘প্রতিটি মুহূর্তই’ ভীষণ চাপময়।
দলের টানা ব্যর্থতার দায়ে গত ২১ নভেম্বর ইউনাইটেডের কোচের চাকরি হারান উলে গুনার সুলশার। এরপর গত ২৯ নভেম্বর চলতি মৌসুমের বাকি সময়ের জন্য রাংনিককে দায়িত্ব দেয় ইউনাইটেড। ২০২১-২২ মৌসুম শেষে পরবর্তী দুই বছর ক্লাবটির পরামর্শক হিসেবে কাজ করবেন এই জার্মান।
রাংনিক ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে অপরাজিত রয়েছে ইউনাইটেড। তবে প্রিমিয়ার লিগে কোভিডের ছোবলে স্থগিত হয়েছে ব্রেন্টফোর্ড ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যানচেস্টারের দলটির ম্যাচ দুটি। সবশেষ খেলেছে তারা গত ১১ ডিসেম্বর।
মূল দলে কয়েকজন খেলোয়াড় ও স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় গত ১৩ ডিসেম্বর নিজেদের ট্রেনিং কমপ্লেক্স বন্ধ করে দিয়েছিল ইউনাইটেড। এছাড়াও চোটের কারণে মাঠের বাইরে ছিলেন কয়েকজন খেলোয়াড়। তবে সোমবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে পল পগবা ছাড়া সবাইকে পাচ্ছে রাংনিকের দল। চোটে ভুগছেন ফরাসি মিডফিল্ডার।
ক্লাবের ওয়েবসাইটে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে পুরো দলকে এক সঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দে হেয়া।
“এটি দুর্দান্ত; পুরো দলের পুরোপুরিভাবে অনুশীলনের জন্য ফিরে আসা এবং অবশ্যই তাদের সবাইকে নিরাপদে থাকতে দেখাটা। তারা ফিরে এসেছে, তারা সবাই অনুশীলন করছে, তারা ভালো আছে, তাই আবার একসঙ্গে থাকাটা দারুণ।”
“দলটি প্রাণশক্তির সঙ্গে, গতির সঙ্গে অনুশীলন করছে এবং এখন আমাদের বড় ম্যাচগুলোতে তা করে দেখাতে হবে।”
রাংনিক মূলত তার দলকে ‘কাউন্টার-প্রেসিং’ স্টাইলে খেলাতে পছন্দ করেন। তার অনুশীলনেও ম্যাচের মতো শতভাগ উজাড় করে দেওয়ার কথা জানান দে হেয়া।
“নিঃসন্দেহে আমরা কঠোর অনুশীলন করছি। এটা খুবই তীব্রতর, প্রতিটি অনুশীলনেই, তার (রাংনিক) সঙ্গে প্রতিটি মুহূর্তই চাপের।”
“অনুশীলনে এবং খেলায় সবসময় আমাদের শতভাগ উজাড় করে দিতে হবে। দেখা যাক। এটা তো সবে শুরু, মাত্র কয়েক সপ্তাহ হলো, দেখা যাক ভবিষ্যতে কী হয়।”
চলতি মৌসুমে লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রথম সাক্ষাতে গত সেপ্টেম্বরে ৪-১ গোলে জয় পেয়েছিল ইউনাইটেড। গ্রীষ্মের দলবদলে ইউভেন্তুস থেকে ম্যানচেস্টারের দলটিতে যোগ দেওয়ার পর ওই ম্যাচেই প্রথম মাঠে নেমেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। জোড়া গোলে উপলক্ষটা রাঙিয়েছিলেন এই পর্তুগিজ মহাতারকা।
নিউক্যাসলের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
লিগে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ছয় নম্বরে। তিন ম্যাচ বেশি খেলা ম্যানচেস্টার সিটি ৪৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি