করোনাভাইরাস ও চোটে জেরবার এভারটন, স্থগিত ম্যাচ

করোনাভাইরাস ও চোটের ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে এভারটন দল। স্থগিত হয়ে গেছে বার্নলির বিপক্ষে তাদের প্রিমিয়ার লিগের ম্যাচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2021, 03:28 PM
Updated : 24 Dec 2021, 03:28 PM

‘বক্সিং ডে’তে আগামী রোববার বার্নলির মাঠে খেলার কথা ছিল এভারটনের। তাদের অনুরোধের প্রেক্ষিতে ম্যাচটি স্থগিত করার কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

গত কয়েক সপ্তাহে কোভিডের প্রভাবে ইংল্যান্ডের শীর্ষ লিগে স্থগিত হওয়া ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩টি। রোববারের লিভারপুল-লিডস ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স-ওয়াটফোর্ডের ম্যাচ স্থগিত করা হয় বৃহস্পতিবার।

শুরুতে ম্যাচ স্থগিতের জন্য এভারটনের অনুরোধ ফিরিয়ে দিয়েছিল লিগ কর্তৃপক্ষ। চোটের কারণে ছয় জন ও কোভিডে পাঁচ জন খেলোয়াড় হারানোর পর লিগের এমন সিদ্ধান্তকে অন্যায্য বলেছিলেন এভারটন কোচ রাফা বেনিতেস। পরে তাদের আবেদন পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ।

কোনো ক্লাবে যদি ১৪ জনের (১৩ আউটফিল্ড খেলোয়াড় ও একজন গোলরক্ষক) কম খেলোয়াড় ‘অ্যাভেইলেবল’ থাকে তাহলেই কেবল ম্যাচ স্থগিতের আবেদন মঞ্জুর করে লিগ কর্তৃপক্ষ।