সামিট ওপেন গলফে সাদামাটা শুরু পেয়েছেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী এই গলফারকে পেছনে রেখে মোহাম্মদ সাইয়ুম প্রথম রাউন্ড শেষ করেছেন শীর্ষে থেকে।
Published : 19 Dec 2021, 04:48 PM
কুর্মিটোলা গলফ কোর্সে রোববার প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলা এই তারকা গলফার যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এ রাউন্ড সাতটি বার্ডি ও পাঁচটি বোগি করেছেন মোহাম্মদ রাসেল। সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি।
প্রথম রাউন্ডে আলো ছড়িয়েছেন সাইয়ুম। আটটি বার্ডি ও দুটি বোগি করেছেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে রয়েছেন সাইয়ুম।