পাকিস্তানের বিপক্ষে ভালো ফলের আশায় বাংলাদেশ

এশিয়ার হকির র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে চার ধাপ পিছিয়ে বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরুর আগে খেলা প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানের কাছে হেরেছিল দল। তবে এবার তাদের বিপক্ষে ভালো ফল পেতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2021, 03:53 PM
Updated : 18 Dec 2021, 03:53 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে জিমি-আশরাফুলরা। এশিয়ার শীর্ষ দলগুলো নিয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে স্বাগতিক হিসেবে খেলছে এশিয়ার র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ।

চলতি আসরে এ পর্যন্ত তিন ম্যাচের সবগুলো হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে ৯-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ গোলে হারে দল। সবশেষ শনিবার জাপানের কাছে গোবিনাথান ইমানের দল হেরে যায় ৫-০ গোলে।

পাকিস্তান এখনও জয়ের স্বাদ পায়নি। ভারতের বিপক্ষে হার এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে তারা। জয়হীন পাকিস্তানের বিপক্ষে তাই ভালো কিছু পাওয়ার আশা আশরাফুলের।

“আমরা অনেকদিন ধরে ম্যাচের বাইরে। পাকিস্তানও অনেক দিন ধরে খেলেনি। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো একটা ফল প্রত্যাশা করছি। আশাকরি পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করতে পারব।”

“আমরা পাকিস্তানের ম্যাচ দেখেছি। রাতে আমরা তাদের ম্যাচের ভিডিও দেখব। সেভাবে পরিকল্পনা সাজিয়েই কাল ওদের বিপক্ষে খেলতে নামব।”

জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হারের কারণও খুঁজে পেয়েছেন আশরাফুল। টানা ম্যাচ খেলার ক্লান্তির প্রসঙ্গ টানলেন এই ডিফেন্ডার।

“আমরা গতকাল একটা কঠিন ম্যাচ খেলেছি। ছেলেরা অনেক ক্লান্ত ছিল। আমার মনে হয় ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার কারণে জাপানের বিপক্ষে আমরা ভালো কিছু করতে পারিনি।”