মাদ্রিদ ডার্বিতে বেনজেমাকে পাচ্ছে রিয়াল

চোটে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে। তবে লা লিগায় খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেরে উঠেছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবেন এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2021, 05:24 PM
Updated : 11 Dec 2021, 07:59 PM

গত রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে পায়ে চোট পান বেনজেমা। হ্যামস্ট্রিংয়ে টান লেগে ম্যাচের ষোড়শ মিনিটে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়।

এরপর গত বুধবার ইন্টার মিলানের বিপক্ষে ইউরোপ সেরার লড়াইয়েও এই চোট বেনজেমাকে মাঠের বাইরে রাখে। তাকে ছাড়াই অবশ্য ইতালির ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় রিয়াল।

মাদ্রিদ ডার্বিতে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে রিয়াল। আগের দিনের সংবাদ সম্মেলনে ভক্ত-সমর্থকদের স্বস্তির সংবাদ দিলেন আনচেলত্তি।

“বেনজেমা তার সতীর্থদের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছে এবং সে খেলবে।”

লিগ টেবিলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল। দুইয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৩১, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। রিয়ালের সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে চারে।

অনেকটা এগিয়ে থাকলেও নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের আগে সতর্ক আনচেলত্তি। বিগত পারফরম্যান্স নিয়ে ভাবছেন না তিনি। সামনের পথচলায় নজর তার।

“আজ পর্যন্ত আমরা দেখিয়ে আসছি, অন্য সব দলের চেয়ে আমরা ভালো করেছি। এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। তবে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা, অতীত নিয়ে নয়।”

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপাজয়ী আতলেতিকোকে হারিয়ে এই পথচলা আরও দীর্ঘ করতে চান আনচেলত্তি। তবে ম্যাচটি যে সহজ হবে না, ভালো করেই জানেন এই ইতালিয়ান কোচ।

“আমরা দুই দলই প্রতি-আক্রমণ বেশি করি…আতলেতিকো খুবই শক্তিশালী প্রতিপক্ষ। চ্যালেঞ্জিং, সেটপিসগুলো…দুই দলের জন্যই ম্যাচটি হবে খুব, খুবই কঠিন। আমার মনে হয়, দারুণ একটি ম্যাচ হবে এবং দর্শকদের জন্যও তা উপভোগ্য হবে।”

লড়াইটি যে হাড্ডাহাড্ডি হবে, রিয়াল কোচের সঙ্গে একমত আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে।

“তারা দারুণ ছন্দে আছে। আনচেলত্তি আসার সঙ্গে রক্ষণে শক্তিশালী হয়ে উঠেছে। যা তাদের আক্রমণভাগকেও শক্তিশালী করে তুলেছে।”

“আমি জানি, তাদের বিপক্ষে সবশেষ ১০ দেখায় তারা চারটিতে জিতেছে এবং আমরা ছয়টি ড্র করেছি। কিন্তু আমরা সব সময়ই লড়াকু দল। তারা জানে, রোববার সহজ ম্যাচ হবে না।”