ইউভেন্তুসকে উড়িয়ে শেষ ষোলোয় চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2021 03:56 AM BdST Updated: 24 Nov 2021 04:50 AM BdST
প্রথমার্ধে বিতর্কিত গোলে এগিয়ে যাওয়া চেলসি বিরতির পর তিন মিনিটের মধ্যে জালের দেখা পেল আরও দুবার। শেষ দিকে মিলল আরেক গোল। ইউভেন্তুসকে হারিয়ে টমাস টুখেলের দল নিল মধুর প্রতিশোধ। উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে ৪-০ গোলে জিতেছে শিরোপাধারী চেলসি। প্রথম দেখায় ইউভেন্তুসের মাঠে ১-০ গোলে হেরেছিল ইংলিশ দলটি।
ম্যাচের আগের দিন শিষ্যদের কাছে আরও বেশি গোল চেয়েছিলেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। কিন্তু জালের দেখাই পেল না তার দল। বরং সঙ্গী করল বড় হার।
ইউরোপ সেরার চলতি আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল প্রথম চার ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা ইতালিয়ান দলটি।
শেষ ষোলোয় যেতে গ্রুপের শেষ দুই ম্যাচে চাই ১ পয়েন্ট-এমন সমীকরণে ঘরের মাঠে খেলতে নামে চেলসি। আক্রমণাত্মক শুরু করা দলটি নবম মিনিটে প্রথম সুযোগ পায়। ক্যালোবার প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। ২৪তম মিনিটে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।

রেফারিকে ঘিরে ধরে হ্যান্ডবলের জোরালো আবেদন করেন ইউভেন্তুসের খেলোয়াড়রা। পরে ভিএআরেও টিকে যায় গোলের সিদ্ধান্ত।
দুই মিনিট পর চিয়াগো সিলভার দারুণ নৈপুণ্যে ব্যবধান ধরে রাখে চেলসি। আলভারো মোরাতার চিপ শট আগুয়ান গোলরক্ষক এদুয়াঁ মঁদির ওপর দিয়ে জালে যাচ্ছিল। ছুটে গিয়ে গোললাইন থেকে ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
৩৭তম মিনিটে দারুণ সেভে ব্যবধান বাড়তে দেননি ভয়চেখ স্ট্যাসনি। রিস জেমসের জোরালো হাফ-ভলি ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ঠেকান এই পোলিশ গোলরক্ষক।

এরপর রদ্রিগো বেন্তানকুরকে তুলে পাওলো দিবালাকে নামান ইউভেন্তুস কোচ। তবে প্রভাব ফেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।
শেষ দিকে ওয়েস্টন ম্যাককেনির শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান মঁদি। জিয়াশের শট ঠেকান স্ট্যাসনি। যোগ করা সময়ে চার নম্বর গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা টিমো ভেরনার।
পাঁচ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠেছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে নেমে গেছে ইউভেন্তুস।
আরেক ম্যাচে মালমোর মাঠে ১-১ গোলে ড্র করেছে জেনিত সেন্ট পিটার্সবুর্গ। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে রাশিয়ার দল জেনিত, মালমোর ১ পয়েন্ট। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে এই দুই দলের।
সেভিয়া ঘরের
মাঠে ২-০ গোলে হারিয়েছে ভলফসবুর্ককে। আরেক ম্যাচে লিল ১-০ গোলে হারিয়েছে
সালসবুর্ককে।
এতে চার দলেরই সুযোগ আছে নকআউট পর্বে যাওয়ার।
৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সালসবুর্ক।
সেভিয়ার পয়েন্ট ৬। সবার নিচে ভলফসবুর্কের পয়েন্ট ৫।
শেষ রাউন্ডে সেভিয়া খেলবে সালসবুর্কের মাঠে আর ভলফসবুর্কের মুখোমুখি হবে লিল।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা