চোট কাটিয়ে বাছাইয়ে খেলতে ‘প্রস্তুত’ মেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2021 12:07 AM BdST Updated: 12 Nov 2021 12:07 AM BdST
চোটের কারণে পিএসজির সবশেষ দুই ম্যাচে পারেননি খেলতে। ক্লাবের সবশেষ অনুশীলনেও ছিলেন না লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তার জাতীয় দলে খেলা নিয়ে ছিল সংশয়। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আসছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অধিনায়ককে পাওয়ার ব্যাপারে আশাবাদী। জানালেন, পুরোপুরি সুস্থ হয়ে মেসি এখন খেলার জন্য প্রস্তুত।
কাতার বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে উরুগুয়ের মাঠে খেলবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এর চার দিন পর তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে ঘরের মাঠে।
উরুগুয়ের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনার প্রশ্নে বৃহস্পতিবার সাংবাদিকদের আশার কথা শোনালেন স্কালোনি।
"আমাদের বিশ্বাস, লিও (মেসি) ভালো অবস্থায় আছে। লিও খেলতে চায় এবং আমিও তাকে খেলাতে চাই।"
পায়ের পেশির চোটে মেসি বাইরে থাকার সময়ই তাকে রেখে দল ঘোষণা করেছিলেন স্কালোনি, যা ভালোভাবে নেয়নি পিএসজি। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো আর্জেন্টিনা কোচের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, চোট থেকে সেরে না ওঠা মেসিকে জাতীয় দলে ডাকাটা ঠিক হয়নি। এই বিষয়ে ফিফার হস্তক্ষেপও চান তিনি।
লিওনার্দোর ওই মন্তব্যের জবাবে স্কালোনি বললেন, সময় মতো চোট কাটিয়ে মেসিকে মাঠে নামানোর জন্য আলাদাভাবে কাজ করে যাচ্ছেন তারা। ছয়বারের বর্ষসেরার ফুটবলারের জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে প্যারিসের ক্লাবটির তীব্র প্রতিক্রিয়াকে তিনি দেখছেন বাস্তবতার নিরিখেই।
"লিওনার্দোর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে এবং তাদের (প্রতিক্রিয়া) বোধগম্য, কারণ মেসি সম্প্রতি জাতীয় দলের সঙ্গে অনেক সময় কাটিয়েছে। কিন্তু কোনো সন্দেহ নেই যে আমরা নিয়মের মধ্যে থেকেই তাকে দলে ডেকেছি। ইউরোপিয়ান ক্লাবগুলোর কাছে এটা সবসময়ই সমস্যা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল।
এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। আর পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২৫ ম্যাচে অপরাজিত আছে স্কালোনির দল, যার শুরুটা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের