বিশ্বকাপ বাছাই শেষ পগবার

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে পল পগবাকে হারিয়ে বড় ধাক্কা খেল ফ্রান্স। ঊরুর চোটে ছিটকে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2021, 10:02 AM
Updated : 9 Nov 2021, 10:11 AM

ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, সোমবার অনুশীলনের সময় এই চোট পান ২৮ বছর বয়সী পগবা।

আগামী শনিবার ঘরের মাঠে হতে যাওয়া কাজাখস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পগবাকে পাচ্ছে না ফ্রান্স। ১৬ নভেম্বর ফিনল্যান্ডের বিপক্ষেও খেলতে পারবেন না দলটির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত ২৪ অক্টোবর লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের ৫-০ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেন পগবা। সেকারণে পাওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আগামী ২০ নভেম্বর ওয়াটফোর্ডের বিপক্ষে এমনিই খেলতে পারবেন না তিনি।

কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে সবার ওপরে আছে ফ্রান্স। এখন পর্যন্ত ৬ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট তাদের। বাছাইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলেই ২০২২ বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে ২০১৮ আসরের শিরোপাজয়ীরা।