বলিভিয়ায় হেরে বরখাস্ত প্যারাগুয়ে কোচ

লা পাসের উচ্চতা অতিথি দলের জন্য বরাবরই বৈরী। সেখানে গিয়ে এবার বেশ ভুগেছে প্যারাগুয়ে। স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ৪-০ গোলে। দলের এই হারের পর কোচ এদুয়ার্দো বেরিস্সোকে বরখাস্ত করেছে প্যারাগুয়ে ফুটবল এসোসিয়েশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2021, 08:55 AM
Updated : 15 Oct 2021, 08:55 AM

২০১৯ সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার হুয়ান কার্লোস ওসিরিও পদত্যাগ করলে প্যারাগুয়ের প্রধান কোচের দায়িত্ব নেন বেরিস্সো। আর্জেন্টিনার ৫১ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডারের কোচিংয়ে ৭ ম্যাচে জিতেছে প্যারাগুয়ে, ড্র করেছে ১৩টিতে হেরেছে ১১ ম্যাচে।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হারের কিছুক্ষণ পর টুইটারে বেরিস্সোকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে প্যারাগুয়ে ফুটবল এসোসিয়েশন জানায়, শিগগির নতুন কোচিং স্টাফের নাম ঘোষণা করা হবে।

লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে প্যারাগুয়ে। পঞ্চম স্থানে থাকা উরুগুয়ের চেয়ে দেশটি পিছিয়ে চার পয়েন্টে।

বাছাইয়ের শীর্ষ চার দল সরাসরি খেলবে ২০২২ কাতার বিশ্বকাপে। পঞ্চম দল খেলবে আন্ত-আঞ্চলিক প্লে-অফে।