টিকা না নেওয়ায় মাঠে ঢুকতে পারলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2021 07:57 PM BdST Updated: 11 Oct 2021 09:33 PM BdST
-
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো
সান্তোস ও গ্রেমিওর মধ্যে লিগ ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। কিন্তু করোনাভাইরাসের টিকা না নেওয়ায় তাকে অনুমতি দেয়নি সান্তোস ক্লাব কর্তৃপক্ষ।
প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় জেরবার দেশগুলোর মধ্যে একটি ব্রাজিল। এরই মধ্যে দেশটির ছয় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
করোনাভাইরাস মহামারী শুরুর পর এই প্রথম দর্শকের উপস্থিতিতে ম্যাচ খেলল সান্তোস। কিন্তু ক্লাবটি আগে থেকেই জানিয়েছিল, যারা টিকা নিয়েছে এবং যাদের পিসিআর টেস্টের ফল ‘নেগেটিভ’, তারাই মাঠে প্রবেশের সুযোগ পাবেন।
কিন্তু বোলসোনারো টিকা নেননি। ব্রাজিলের করোনা পরিস্থিতি বিপর্যয়ের জন্য অনেকে তাকে অভিযুক্ত করেন।
মেট্রোপলিস নিউজ পোর্টালের পোস্ট করা এক ভিডিওতে ব্রাজিল প্রেসিডেন্ট জানিয়েছেন, তার সান্তোসের মাঠে ঢুকতে না পারার কথা।
“আমি সান্তোসের ম্যাচটি দেখতে চেয়েছিলাম। কিন্তু তারা বলল, এজন্য আপনাকে অবশ্যই টিকা নিতে হবে। কেন?”
টিকা নিতে এর আগেও অস্বীকৃতি জানিয়ে শিরোনামে এসেছেন বোলসোনারো এবং তিনি বাকিদেরও উৎসাহিত করেছেন তার মতোই টিকা না নিতে। প্রেসিডেন্টের দাবি, কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর তার শরীরে এরই মধ্যে এন্টিবডি তৈরি হয়েছে।
এটা অবশ্য পরিষ্কার নয় যে বোলসোনারো আদতে মাঠে বসে ম্যাচটি দেখতে চেয়েছিলেন কিনা, নাকি তার ভাষায় ‘ভ্যাকসিন পাসপোর্ট’-এর প্রয়োজনীয়তা নিয়ে অভিযোগ করার জন্যই কেবল এটা বলেছেন তিনি।
সান্তোসের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, প্রেসিডেন্টের দলের কেউ তাদের সঙ্গে বোলসোনারোর মাঠে আসার ব্যাপারে কোনো যোগাযোগ করেননি। তবে সব সমর্থকদের সুরক্ষা নিয়ম মানতে হবে বলেও মনে করিয়ে দেন ওই মুখপাত্র।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে