জামাল-জিকোদের ক্লান্তি কাটানোর দিন
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2021 12:52 AM BdST Updated: 09 Oct 2021 12:52 AM BdST
সাত দিনের মধ্যে তিন ম্যাচ খেলার ক্লান্তি ঝেড়ে ফেলতে বাংলাদেশ দল শুক্রবার অনুশীলন করেনি। মালদ্বীপের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে যারা খেলেছেন, তারা শুধু সময় কাটিয়েছেন সুইমিংপুলে। বাকিরা ঘাম ঝরিয়েছেন জিমনেশিয়ামে।
গত ১ অক্টোবর শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফ শুরুর পর গত বৃহস্পতিবার পর্যন্ত আরও দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জামাল-জিকোদের একের পর এক ম্যাচ খেলার ক্লান্তি ফুটে উঠেছিল সবশেষ মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে।
আগামী ১৩ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। হাতে সময় থাকায় আপাতত রিকভারির দিকে মনোযোগী দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শুক্রবার পাঠানো ভিডিও বার্তায় টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান, ক্লান্তি দূর করে নেপাল ম্যাচের পরিকল্পনা সাজাবেন তারা।
“(মালদ্বীপের বিপক্ষে) যারা খেলেছে, তারা সুইমিংয়ের মাধ্যমে রিকভারি করার চেষ্টা করছে। যারা খেলেনি, তাদের জিম সেশন ছিল, সেখানে দুই ভাগে ভাগ হয়ে অনুশীলন করেছে এবং পরে সুইমিং করেছে।”

নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য ইয়াসিন আরাফাতকে পাবে না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ভারত ম্যাচে পিছিয়ে পড়া দলকে পথ দেখানো এই ডিফেন্ডার মালদ্বীপের কাছে হেরে যাওয়া ম্যাচে দেখেন আরেকটি হলুদ কার্ড। দুই হলুদ কার্ডের খাঁড়ায় নেপালের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
বাংলাদেশের জন্য সুখবরও আছে। কার্ডের কারণে মালদ্বীপের বিপক্ষে খেলতে না পারা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও ফরোয়ার্ড রাকিব হোসেনকে পাচ্ছেন ব্রুসন।
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’