হকিতে একই গ্রুপে আবাহনী ও মোহামেডান

তিন বছর পর ক্লাব কাপ দিয়ে টার্ফে ফিরছে হকি। আট দল নিয়ে হওয়া এ আসর শুরু হবে আগামী ৭ অক্টোবর। একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2021, 08:39 AM
Updated : 2 Oct 2021, 08:39 AM

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) শনিবার ক্লাব কাপের গ্রুপিং জানিয়েছে। ‘এ’ গ্রুপে আবাহনী ও মোহামেডান ছাড়া বাকি দুই দল অ্যাজাক্স স্পোর্টিং ও পুলিশ এফসি। ‘বি’ গ্রুপের চার দল মেরিনার ইয়াংস, সোনালী ব্যাংক, আজাদ স্পোর্টিং ও বাংলাদেশ স্পোর্টিং।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধনী দিনেই ম্যাচ আছে আবাহনী ও মোহামেডানের। নিজেদের প্রথম ম্যাচে আবাহনী মুখোমুখি হবে পুলিশ এফসির এবং অ্যাজাক্সের মুখোমুখি হবে মোহামেডান।

আগামী ৯ অক্টোবর গ্রুপ পর্বে মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান।

প্রিমিয়ার লিগে খেলা বাকি চার ক্লাব সাধারণ বীমা, ওয়ারী, দিলকুশা ও ভিক্টোরিয়া ক্লাব কাপে অংশ নিচ্ছে না।