চ্যাম্পিয়ন মালদ্বীপকে হারিয়ে শুরু নেপালের

কখনও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে না পারা নেপাল এবার শুরুতেই দারুণ চমক জাগিয়েছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপকে তাদের মাঠেই হারিয়ে দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2021, 06:32 PM
Updated : 1 Oct 2021, 07:14 PM

ত্রয়োদশ আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারায় নেপাল।

প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষের পর দ্বিতীয়ার্ধেও ম্যাচের ভাগ্য ছুটছিল সমতার দিকে। ৮৬তম মিনিটে মনিষ দাঙ্গির গোলে এগিয়ে যায় নেপাল। বাকিটা সময় এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ১৯৯৩ আসরে তৃতীয় হওয়া দলটি।

২০১৮ সালে ভারতকে হারিয়ে সাফে দ্বিতীয়বার শিরোপা জিতেছিল মালদ্বীপ।

শুক্রবার উদ্বোধনী ম্যাচে একই ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে জেতে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পার্থক্য গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মন।