‘আমরা রিয়াল মাদ্রিদকে ভয় পাই না’

শক্তিমত্তা ও সফলতার বিচারে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভালেন্সিয়ার বিস্তর ব্যবধান। তবে নতুন মৌসুমের শুরুতে তেমন কোনো পার্থক্য চোখে পড়ছে না। লা লিগায় প্রথম চার রাউন্ডে অপরাজিত তারা, পয়েন্টও সমান। শিরোপাপ্রত্যাশীদের মুখোমুখি হওয়ার আগে তাই আত্মবিশ্বাসে ভরপুর ভালেন্সিয়া। দলটির কোচ হোসে বোর্দালাস বললেন, তারা কোনো দলকেই ভয় পান না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 01:20 PM
Updated : 18 Sept 2021, 01:20 PM

স্পেনের শীর্ষ লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে আছে ভালেন্সিয়া।

এগিয়ে যাওয়ার আশায় রোববার মুখোমুখি লড়াইয়ে নামবে দল দুটি। ভালেন্সিয়ার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

আগের দিন সংবাদ সম্মেলনে বোর্দালাস বলেন, প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে সম্মান করলেও তাদের নিয়ে ভীত নয় তার দল।

“আমরা কাউকে ভয় পাই না। আমি কখনোই কোনো দল নিয়ে ভীত ছিলাম না। অবশ্যই শ্রদ্ধা আছে। তবে সেটা কেবল তাদের (রিয়াল মাদ্রিদ) জন্য নয়, সকলের জন্য।”

"আমরা ভয়ে ভয়ে খেলতে চাই না, কারণ আমরা সেটাই করি যা করতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। এটা অসাধারণ এক পেশা…আমরা জানি মাদ্রিদ কোন ধরনের দল, কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে এবং আমরা প্রস্তুত। ছেলেরা প্রস্তুত, ম্যাচটি খেলতে তারা রোমাঞ্চিত।”

লা লিগায় রিয়ালের বিপক্ষে ভালেন্সিয়ার সুখকর অভিজ্ঞতাও খুব বেশি পুরনো নয়। গত তিনবারের মুখোমুখি লড়াইয়ের সবচেয়ে বড় জয়টিই তাদের। গত বছরের নভেম্বরে রিয়ালকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল তারা। অন্য দুই ম্যাচে অবশ্য জয় রিয়ালের।

বোর্দালাস আশাবাদী, প্রতিপক্ষ শক্তিশালী হলেও তার দল ভালো কিছু করতে পারবে।

"আমরা জানি, তারা (রিয়াল মাদ্রিদ) আমাদের সমস্যায় ফেলবে। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেললে নিজেদের সর্বোচ্চটাই দিতে হবে। তারা সবসময় সেরা হওয়ার চেষ্টা করে, শিরোপা জেতে; কিন্তু আমাদের বিশ্বাস আছে।”

"আমার কোনো সংশয় নেই যে আমরা একটি ভালো ম্যাচ খেলতে যাচ্ছি।"