কাসিয়াসের রেকর্ড ছুঁলেন রোনালদো

দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার মাঠে নেমেই দারুণ এক রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে ইকের কাসিয়াসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2021, 04:59 PM
Updated : 14 Sept 2021, 06:21 PM

এবারের আসর শুরুর উদ্বোধনী দিন মঙ্গলবার ‘এফ’ গ্রুপে ইয়াং বয়েজের বিপক্ষে মাঠে নেমে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ কাসিয়াসকে স্পর্শ করেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে দুই জনেরই ম্যাচ সংখ্যা এখন ১৭৭টি করে।   

অনেক আগে থেকেই প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এখানে তার ১৩৪ গোলের ১৫টি ইউনাইটেডের হয়ে, করেছিলেন ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত খেলা প্রথম মেয়াদে।

গত শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় অভিষেক হয় রোনালদোর। জোড়া গোল করে উপলক্ষটা রাঙান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।