আলি দাইকে ছাপিয়ে রোনালদোর নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2021 02:44 AM BdST Updated: 02 Sep 2021 03:45 AM BdST
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ গোল করে ছুঁয়েছিলেন আলি দাইকে। বিশ্বকাপ বাছাইপর্বে ফিরে গোল করলেন আবারও। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।
বিশ্বকাপ বাছাইয়ে বুধবার রাতে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দিকে সমতাসূচক গোলটি করে এককভাবে চূড়ায় উঠে বসেন পর্তুগাল অধিনায়ক।
জুন-জুলাইয়ে হওয়া ইউরোয় সর্বোচ্চ পাঁচ গোল করার পথে বেশ কয়েকটি কীর্তি গড়েন রোনালদো। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জোড়া গোল করে ইরানের কিংবদন্তি ফুটবলার দাইয়ের ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
প্রতিযোগিতাটির শেষ ষোলোয় দল ছিটকে পড়ায় রেকর্ডটি একার করে নেওয়ার জন্য অপেক্ষায় থাকতে হয় রোনালদোকে। তবে সেই প্রতীক্ষা মোটেও দীর্ঘ হলো না।
আইরিশদের বিপক্ষে দলের অতি প্রয়োজনের মুহূর্তে ৮৯তম মিনিটে হেডে দাইকে ছাপিয়ে যান তিনি। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরেকটি হেডে জয় নিশ্চিত করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার গোল এখন ১১১টি।
১৯৯৩-২০০৬ সালের ক্যারিয়ারে ১৪৯ ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন দাই। ১৮০তম ম্যাচ খেলতে নেমে তাকে ছাড়িয়ে গেলেন সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা রোনালদো।
পুরুষ ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে ৯০ এর বেশি গোল আছে কেবল দাই ও রোনালদোর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (১৪) ও ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ (২১) গোলের রেকর্ডও তার দখলে।
পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদো ক্লাব ফুটবলের সেরা এই প্রতিযোগিতায়ও রেকর্ড গোলদাতা।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’