বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলেন কঁতে ও তোলিসো

আগে থেকেই গোড়ালির চোটে ভোগা চেলসি মিডফিল্ডার এনগোলো কঁতে ছিটকে গেছেন ফ্রান্সের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে। তার সঙ্গে নেই চোটাক্রান্ত আরেক মিডফিল্ডার কোরোঁতাঁ তোলিসো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 04:09 PM
Updated : 1 Sept 2021, 04:51 PM

তাদের ছিটকে যাওয়ার খবর বুধবার এক বিবৃতিতে জানায় ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

গত ১১ অগাস্ট উয়েফা সুপার কাপে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় প্রথম পায়ে আঘাত পান কঁতে। তবে চেলসির টাইব্রেকারে ৭-৬ গোলে জয়ের সেই ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি, খেলেছিলেন ৬৫ মিনিট। সতর্কতার অংশ হিসেবে তাকে প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল।

৩০ বছর বয়সী এই ফুটবলার এরপর মাঠে ফেরেন আর্সেনালের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শেষ দিকে। গত শনিবার লিভারপুলের বিপক্ষে ছিলেন শুরুর একাদশে। ম্যাচ চলাকালীন সাদিও মানের ট্যাকলে নতুন করে গোড়ালিতে চোট পান ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা।

বায়ার্ন মিউনিখের তোলিসো ভুগছেন পায়ের পেশির চোটে। এই দুজনের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন আদ্রিওঁ রাবিও ও মাতেও গেনদুজি।

ঘরের মাঠে বুধবার রাতে বসনিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। এর তিন দিন পর খেলবে স্বাগতিক ইউক্রেনের বিপক্ষে। আগামী ৭ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে তারা।

‘ডি’ গ্রুপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ফ্রান্স।