লা লিগায় 'ফিরলেন' ফালকাও

আবারও স্প্যানিশ ফুটবলে দেখা যাবে কলম্বিয়ার ফরোয়ার্ড রাদামেল ফালকাওকে। দলবদলের শেষ দিনে তাকে দুই বছরের চুক্তিতে রায়ো ভাইয়েকানো দলে টেনেছে বলে গণমাধ্যমের খবর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 11:34 AM
Updated : 1 Sept 2021, 04:00 PM

মার্কার প্রতিবেদন অনুযাযী, দুই পক্ষের সমঝোতায় তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি ভেঙে ফ্রি ট্রান্সফারে স্প্যানিশ দলটিতে নাম লিখিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। অবশ্য দুই ক্লাবের কোনোটিই এখনও আনুষ্ঠানিকভাবে ফালকাওয়ের দলবদলের বিষয়টি জানায়নি।

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ফালকাও ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান স্পেনেই। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর হয়ে উঠেছিলেন ওই সময়ের সেরা স্ট্রাইকারদের একজন। মাদ্রিদের দলটির হয়ে দুই মৌসুমে ৯১ ম্যাচে ৭০ গোল করেন তিনি, জেতেন ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ।

২০১৩ সালে মোনাকোতে যোগ দেন ফালকাও। ২০১৪-১৫ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ও ২০১৫-১৬ মৌসুমে চেলসিতে ধারে খেলেন। ২০১৬ সালে মোনাকোতে ফিরে ওই মৌসুমে দলকে লিগ ওয়ান শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, করেন দলের সর্বোচ্চ ২১ গোল।

পরে আর ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। সেখান থেকে ২০১৯ সালে পাড়ি জমান গালাতাসারাইয়ে। তুর্কির দলটির হয়ে ৪৩ ম্যাচ খেলে গোল করেন ২০টি।

২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর কলম্বিয়ার হয়ে ৮৬ ম্যাচে ৩২ গোল করেছেন ফালকাও। সবশেষ জাতীয় দলে খেলেছেন গত বছর, চিলির বিপক্ষে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।