১০ জন নিয়ে লিভারপুলকে রুখে দিল চেলসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2021 12:30 AM BdST Updated: 29 Aug 2021 01:06 AM BdST
প্রথম দুই রাউন্ডে জিতে আসায় দুই দলের সামনেই সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। শুরুর দিকে গোল করে আশা জাগাল চেলসি। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে করে বসল বড় ভুল। ১০ জনের দলে পরিণত হওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে উপহার দিল স্পট কিক, সমতা ফেরাল লিভারপুল। বাকি সময়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা অনেক চেষ্টা করেও আর জালের দেখা না পাওয়ায় মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরল টমাস টুখেলের দল।
অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কাই হাভার্টজের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে সমতা টানেন মোহামেদ সালাহ।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির রিস জেমস। ওই পেনাল্টি থেকেই লক্ষ্যভেদ করেন সালাহ।

আসরে দুই দলই তাদের প্রথম দুই ম্যাচ জিতেছিল নিজেদের জাল অক্ষত রেখে, গোলও করেছিল সমান ৫টি করে। এগিয়ে যাওয়ার লড়াইয়ে চতুর্থ মিনিটে সুবর্ণ সুযোগ পায় লিভারপুল। ডি-বক্সের সামনে থেকে হার্ভে এলিয়টের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
দশম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন জর্ডান হেন্ডারসন। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস ভালো পজিশনে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি ইংলিশ মিডফিল্ডার।
২২তম মিনিটে নিজেদের প্রথম সুযোগে এগিয়ে যায় চেলসি। জেমসের কর্নারে দারুণ হেডে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার হাভার্টজ।

প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটনাবহুল পেনাল্টি গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। কাছ থেকে জোয়েল মাতিপের হেড ক্রসবারে লাগার পর মানের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান জেমস, কিন্তু বল চেলসি ডিফেন্ডারের হাতে লাগায় পেনাল্টির জোরালো আবেদন করেন লিভারপুলের খেলোয়াড়রা।
ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, আর জেমসকে সরাসরি দেখান লাল কার্ড। স্পট কিকে বল জালে পাঠাতে ভুল করেননি সালাহ। গোলের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কয়েকজন খেলোয়াড়। হলুদ কার্ড দেখেন চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদি।
প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে দ্বিতীয়ার্ধে তাদের চেপে ধরে লিভারপুল। ৫১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে দলটির সামনে। সালাহর ক্রসে ডি-বক্সে দিয়োগো জটার হেড ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
পরের মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে ভার্জিল ফন ডাইকের নিচু শট ঝাঁপিয়ে ঠেকান মঁদি। ৫৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফাবিনিয়োর শটও দারুণ দক্ষতায় ফেরান তিনি।

তিন ম্যাচে দুই জয় ও একটি করে ড্রয়ে প্রথম চার দলের পয়েন্ট সমান ৭। গোল পার্থক্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড শীর্ষে, চেলসি দুইয়ে, লিভারপুল তিনে ও এভারটন চারে আছে।
দিনের অন্য ম্যাচে আর্সেনালকে ৫-০ গোলে হারানো গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। তিন ম্যাচেই হারা আর্সেনালের অবস্থান সবার নিচে।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন