ফ্লিকের জার্মানি দলে ৩ নতুন মুখ

জার্মানি জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর হান্স ফ্লিকের প্রথম ঘোষিত দলে রয়েছে বেশ কিছু চমক। ডাক পেয়েছেন নতুন মুখ তিন জন। দলে ফিরেছেন পাঁচ জন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2021, 03:36 PM
Updated : 28 August 2021, 03:36 PM

বিশ্বকাপ বাছাইয়ে আসন্ন তিন ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ফ্লিক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হফেনহাইমের ডিফেন্ডার ডাভিড রাউম, ফ্রেইবুর্কের নিকো শ্লটারবেক ও সালসবুর্কের স্ট্রাইকার করিম আদেইয়েমি।

দলে ফিরেছেন বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড মার্কো রয়েস, মিডফিল্ডার মাহমুদ দাহুদ, পিএসজির ডিফেন্ডার টিলো কেরার, বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ ও ভলফসবুর্কের ডিফেন্ডার রিডলে বাকু।

গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন না এই পাঁচ জন। শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নেয় জার্মানি। টুর্নামেন্টের পরই কোচের পদ ছাড়েন ২০০৬ সাল থেকে দলটির দায়িত্বে থাকা ইওয়াখিম লুভ।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২ সেপ্টেম্বর লিখটেনস্টাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানি দলের কোচ হিসেবে পথচলা শুরু হবে ফ্লিকের। এরপর ৫ সেপ্টেম্বর আর্মেনিয়া ও ৮ সেপ্টেম্বর আইসল্যান্ডের মুখোমুখি হবে জার্মানরা।

প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের তৃতীয় স্থানে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জার্মানি দল:

গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), বার্নড লেনো (আর্সেনাল), কেভিন ট্রাপ (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)

ডিফেন্ডার:
রিডলে বাকু (ভলফসবুর্গ), রবিন গোজেন্স (আতালান্তা), টিলো কেরার (পিএসজি), লুকাস ক্লোস্টেরমান (লাইপজিগ), ডাভিড রাউম (হফেনহাইম), আন্টোনিও রুডিগার (চেলসি), নিকো শ্লটারবেক (ফ্রেইবুর্ক), নিকলাস সুলে (বায়ার্ন মিউনিখ)

মিডফিল্ডার:
মাহমুদ দাহুদ (বরুশিয়া ডর্টমুন্ড), লেয়ন গোরেটস্কা (বায়ার্ন মিউনিখ), জসুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), ইলকাই গিনদোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), ফ্লোরিয়ান নেহাস (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), ফ্লোরিয়ান ভিরৎজ (বায়ার লেভারকুজেন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), কাই হাভার্টজ (চেলসি)

ফরোয়ার্ড: করিম আদেইয়েমি (সালসবুর্ক), মার্কো রয়েস (বরুশিয়া ডর্টমুন্ড), সের্গে জিনাব্রি (বায়ার্ন মিউনিখ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), টিমো ভেরনার (চেলসি), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ)।