বার্সার হয়ে নিজের প্রথম গোলটি উপভোগ করেননি মেমফিস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2021 03:51 PM BdST Updated: 22 Aug 2021 03:51 PM BdST
-
বার্সেলোনার হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেয়েছেন মেমফিস ডিপাই (ডানে)।
-
বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল পাওয়া ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারেননি মেমফিস ডিপাই (ডানে)। লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি ১-১ ড্র হয়। ছবি: রয়টার্স
বার্সেলোনার জার্সিতে দ্বিতীয় ম্যাচে এসে পেয়েছেন প্রথম গোলের দেখা। কিন্তু দল জয় না পাওয়ায় উপলক্ষ্যটা রাঙাতে পারেননি মেমফিস ডিপাই। ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট না পাওয়ার হতাশা এই ডাচ ফরোয়ার্ডের কণ্ঠে।
লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মাঠে শনিবার মেমফিসের গোলেই হার এড়ায় কাতালান দলটি। ম্যাচটি ১-১ ড্র হয়।
প্রিয় ক্লাবের হয়ে প্রথম গোল পাওয়ার আনন্দ আছে মেমফিসের। কিন্তু ম্যাচ শেষে মিক্সড জোনে পুরো তিন পয়েন্ট না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন চলতি দলবদলে কাম্প নউয়ে আসা এই ফুটবলার।
“গোল করা দারুণ ব্যাপার, তবে ম্যাচের ফল নিয়ে আমি হতাশ।…আমার প্রথম গোলটি আমি আসলেই উপভোগ করতে পারিনি, কারণ আমরা পুরো তিন পয়েন্ট পাইনি।”

বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল পাওয়া ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারেননি মেমফিস ডিপাই (ডানে)। লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি ১-১ ড্র হয়। ছবি: রয়টার্স
ম্যাচটা কঠিন ছিল বলে মনে করেন মেমফিস।
“এটা কঠিন একটা ম্যাচ ছিল, তবে ক্লাবের হয়ে প্রথম গোল পাওয়া আমার কাছে অনেক কিছু এবং আমি আরও অনেক গোল চাই।”
লিওনেল মেসি পরবর্তী অধ্যায় বার্সেলোনা শুরু করেছিল উজ্জীবিত পারফরম্যান্সে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে। কিন্তু পরের ম্যাচেই হোঁচট খেল রোনাল্ড কুমানের দল।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে