রিয়ালের ওডেগোরকে কিনে নিল আর্সেনাল

গত মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে খেলেছিলেন আর্সেনালে। আস্থার প্রতিদান দেওয়ায় মার্টিন ওডেগোরকে এবার রিয়াল মাদ্রিদ থেকে কিনে নিল প্রিমিয়ার লিগের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2021, 09:24 AM
Updated : 20 August 2021, 09:24 AM

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নরওয়ের এই মিডফিল্ডারকে পাকাপাকিভাবে দলে টানতে চেষ্টা করছে আর্সেনাল।

এক বিবৃতিতে শুক্রবার ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির ঘোষণা দেয় প্রিমিয়ার লিগের দলটি। তবে চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানানো হয়নি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ট্রান্সফার ফি প্রায় সাড়ে তিন কোটি ইউরো। শর্তসাপেক্ষে অঙ্কটা চার কোটি ছাড়াতে পারে।

গত মৌসুমের দ্বিতীয় ভাগে আর্সেনালে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে দুই গোল করেছিলেন ওডেগোর।

২০১৫ সালের জানুয়ারিতে ১৬ বছর বয়সে রিয়ালে যোগ দেন তিনি। সেই বছরেরই মে মাসে ক্লাবটির সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মূল দলে নামেন মাঠে। তবে ইউরোপের সফলতম ক্লাবটিতে নিজের জায়গা পোক্ত করতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন কেবল ১১ ম্যাচ, শুরুর একাদশে ছিলেন ছয় ম্যাচে।

নরওয়েরও সর্বকনিষ্ঠ ফুটবলার এই অ্যাটাকিং মিডফিল্ডার। জাতীয় দলে তার অভিষেক হয়েছিল ২০১৪ সালে, মাত্র ১৫ বছর ২৫৩ দিন বয়সে। দেশের হয়ে ৩০ ম্যাচ খেলেছেন তিনি।

চুক্তি সম্পন্ন হলেও ভিসাগত জটিলতার কারণে রোববার লিগে চেলসির বিপক্ষে ওডেগোরকে পাবে না আর্সেনাল।