‘৩৬ বছরের বৃত্ত’ ভাঙলেন পেদ্রো

ইতালির রাজধানী রোমের দুই দলের মধ্যে কোনো খেলোয়াড়ের দলবদলের দেখা মেলেনি সাড়ে তিন দশকেরও বেশি সময়। এবার তা হলো, স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো দুই বছরের চুক্তিতে রোমা থেকে নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব লাৎসিওতে যোগ দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2021, 02:11 PM
Updated : 19 August 2021, 02:11 PM

পেদ্রোর সঙ্গে চুক্তির বিষয়টি বৃহস্পতিবার জানায় লাৎসিও। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত দলটিতে খেলবেন তিনি।

৩৬ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে রোমা থেকে লাৎসিওতে যোগ দিলেন পেদ্রো। সবশেষ ১৯৮৫ সালে ইতালির গোলরক্ষক আস্তুতিল্লো মালজিওইয়ো রোমা থেকে লাৎসিওতে গিয়েছিলেন।

ইতালিয়ান গণমাধ্যমের খবর, রোমার সঙ্গে চুক্তি সমঝোতার ভিত্তিতে শেষ হওয়ায় ফ্রি এজেন্ট ছিলেন পেদ্রো। ফলে ফ্রি ট্রান্সফারে ৩৪ বছর বয়সী ফুটবলারকে দলে ভিড়িয়েছে লাৎসিও।

চেলসি থেকে গত মৌসুমে রোমায় যোগ দেওয়ার পর দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ৬ গোল করেন পেদ্রো, অ্যাসিস্ট সাতটি।

তবে কোচ জোসে মরিনিয়ো রোমার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবে পেদ্রোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার তৈরি হয়।

লাৎসিওতে পেদ্রো কোচ হিসেবে পাবেন মাওরিসিও সাররিকে। চেলসিতে সাররির কোচিংয়ে খেলেছেন তিনি।

নতুন ক্লাবে ৯ নম্বর জার্সিতে খেলবেন পেদ্রো।